বিনোদন ডেস্ক : নতুন গান অথবা প্রেম-বিয়ে সম্পর্কিত কোনো আলোচনায় নয়, বিলাসবহুল বাড়ি বিক্রি করে আলোচনায় ছিলেন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স। জানা গেছে, প্রায় ৯০ কোটি টাকায় বাড়িটি কিনেছিলেন ব্রিটনি দম্পতি। কিন্তু বাড়িটিতে খুবই নিরাপত্তাহীনতায় ভুকছিলেন তারা। যে কারণে সেটি বিক্রি করার সিদ্ধান্ত নেন ব্রিটনি। তবে এখানেই বাঁধে বিপত্তি।
শোনা যায়, অভিজাত এলাকা আর দাম বেশি হওয়ায় কেউ বাড়িটি কিনতে আগ্রহ দেখায়নি। ফলে অনেক চেষ্টার পর সাত কোটি লসে সেটি বিক্রি করতে হয় তাকে। যদিও লক্ষ্য ছিল ১০০ কোটি টাকায় বিক্রি করার। কিন্তু ৯০ কোটিতে কেনা বাড়িটি বিক্রি করতে হয় প্রায় ৮৩ কোটিতে।
এদিকে, চলতি বছর নতুন গানের খবরে না থাকলেও নিজের আত্মজীবনী লেখা নিয়ে সম্প্রতি শিরোনামে আসেন ব্রিটনি। গত সপ্তাহেই তিনি ইনস্টাগ্রামে বইটি প্রকাশের ঘোষণা দেন। যা নিয়ে ইতোমধ্যে তার ভক্তদের ভেতর দারুণ কৌতুহল তৈরি হয়েছে। জানা গেছে, আগামী ২৪ অক্টোবর প্রকাশিতব্য বইটিতে নিজের গল্পের সঙ্গে ব্রিটনি স্বাধীনতা, খ্যাতি, মাতৃত্ব, টিকে থাকা, আশা আর বিশ্বাসের কথা বলেছেন।
এছাড়াও এতে ব্রিটনি তার বাবা জেমি স্পিয়ার্সের কর্তৃত্ব, সেই সময়ে তার যন্ত্রণা এবং তা থেকে মুক্ত হওয়ার ঘটনা বিশদভাবে লিখেছেন। বই প্রকাশের তারিখ ঘোষণা করে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আসছে… আমার গল্প, আমার মত করে, শেষ পর্যন্ত!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।