স্পোর্টস ডেস্ক : নতুন এক অধ্যায় শুরু হলো ইংলিশ ক্রিকেটে। স্টুয়ার্ট ব্রড পরবর্তী যুগ। সুইং আর গতির ঝড়ে গত দেড় যুগ ক্রিকেট দুনিয়াকে মন্ত্রমুগ্ধের মতো বুদ করে রেখেছিলেন তিনি। আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন একদিন আগেই, ওভালে অ্যাশেজের শেষ টেস্টের মধ্য দিয়ে ২২ গজকে জানালেন গুডবাই।
ওভাল জুড়ে বিষন্ন আবহাওয়া। বিদায়ে জল ঢেলেছিল বৃষ্টি। প্রকৃতিও ডুকরে কেঁদেছিল খানিক বাদেই। কিংবদন্তি তো কতজনই হন। স্টুয়ার্ট ব্রড ক’জনা হতে পারেন!
তিন প্রজন্ম জুড়ে ইংল্যান্ডকে সার্ভিস দেয়া এক ক্রিকেটার জন্ম নিয়েছিলেন অর্ধেক ফুসফুস নিয়ে। অ্যাজমা-ইনহেলারের সঙ্গে নিয়মিত সখ্যতা ছিল তার। এ যেন ক্রিকেটের বাইরে অন্য আরেক দুনিয়া ছিল তার জন্য। আর এই গল্পটিই একজন জীবন যুদ্ধে জেতা ২২ গজের অদম্য সৈনিকের। যে গল্প ছবির চেয়েও সুন্দর শহর নটিংহ্যামশায়ারের স্টুয়ার্ট ক্রিস্টোফার জন ব্রডের।
বাবা ক্রিস ব্রড পুরদস্তুর ব্যাটার, কিন্তু ছেলে হবেন পেসার। তাতে সায় ছিলো না ক্রিসের। কিন্তু ছেলের জেদের কাছে হেরে গেলেন। তবে বাবারা যে হেরে গিয়েই জিতে যায়।
২০০৬ সালে অভিষেক, পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে তাকে ছয় ছক্কা হাঁকান যুবরাজ সিং। তরুণ বোলারের ক্যারিয়ার শেষ হতে পারতো ওখানেই। কিন্তু ব্যর্থতাই নতুন দিনের দিশা দেয় ব্রডকে। এরপর শুধুই এগিয়ে যাওয়ার গল্প। পার হয়েছে ১৭টা বসন্ত।
ব্রডের অভিষেকের দিনে যে শিশুটির জন্ম, সে এখন টগবগে তরুণ। অধিনায়ক হিসেবে মাইকেল ভন টু বেন স্টোকস। তবে দিনকে দিনে বুড়ো নয় উল্টো যেন বয়স কমেছিল ব্রডের। ভেঙেছেন একটার পর একটা রেকর্ড।
ট্রেন্টব্রিজে ২০১৫ অ্যাশেজে ১৫ রানে ৮ উইকেট, তার জীবনের সবচেয়ে বড় ট্রেডমার্ক। গোটা ক্যারিয়ারে করেছেন ১ হাজার ৩০০ এর বেশি মেইডেন ওভার। লর্ডসের সর্বোচ্চ ১১৩ উইকেট, টেস্টে ওয়ার্নারকে ১৭ বার আউট, পেসারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট, ক্যারিয়ারে ১০ বার ম্যান অব দ্য ম্যাচ। কতসব অর্জন। ব্যাট হাতেও আছে শতক। আছে ১৩টি ফিফটি।
তবুও বিদায় নিয়ে অদ্ভূতুরে আচরণ নয়, নয় আকড়ে পড়ে থাকা। ব্রড জানেন কখন থামতে হয়, কখন বলতে হয় গুডবাই। তাইতো ক্যারিয়ারের সেরা ছন্দে থাকার পরেও, নতুনদের জায়গা করে দিতে তার আচমকা অবসর। আপনাকে বিদায় নয়, সবকিছুর জন্য ধন্যবাদ ব্রড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।