ইংল্যান্ড টেস্ট দলের জন্য ব্রডের শেষ টেস্ট

ব্রড ও মইন

স্পোর্টস ডেস্ক : ১৬ বছর ইংল্যান্ড টেস্ট দলের জন্য লড়েছেন যে মানুষটি সেই স্টুয়ার্ট ব্রডের শেষ টেস্ট। তাঁকে তো ঐতিহ্যের ‘ভস্মাধার’ বিদায়ী উপহার হিসেবে দেওয়া উচিত ছিল। সেটি না পারলেও ওভালে জয় দিয়ে ব্রডকে বিদায় জানিয়েছেন স্টোকস-রুটরা।

ব্রড ও মইন

গতকাল সিরিজের শেষ টেস্টে ৪৯ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ইংল্যান্ড। জয়ের জন্য ৩৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩৪ রানে অলআউট হয় অসিরা। ফলে ২-২ ব্যবধানে শেষ হলো এবারের অ্যাশেজ। আর সিরিজ ড্র হওয়ায় ভস্মাধার অস্ট্রেলিয়ার কাছেই থাকল।

আগের দিন দুর্দান্ত ব্যাটিং করা অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে গতকাল দিনের শুরুতেই আউট করে দেন ক্রিস ওকস। এরপর মার্ক উডের বলে ল্যাবুশেন স্লিপে ক্যাচ দিলে ওভালের গ্যালারি নতুন উদ্যমে জেগে ওঠে। তবে দ্রুত তিন উইকেট হারানোর পর ট্রাভিস হেডকে নিয়ে রুখে দাঁড়ান স্টিভ স্মিথ। এর মধ্যে আবার লাঞ্চের আগের ওভারে স্মিথের ক্যাচ ধরেও বোকার মতো ফেলে দেন স্টোকস।

তখন মনে হয়েছিল ম্যাচটাই বুঝি ফেলে দিলেন ইংলিশ অধিনায়ক। এরপর নামে ঝুম বৃষ্টি। সেই বৃষ্টিতে ভেসে যায় দিনের দ্বিতীয় সেশন। তবে বৃষ্টির পর আচমকা ধস নামে অস্ট্রেলিয়ার ইনিংসে। ওকস ও মইন আলির বোলিংয়ে ৩ ওভারে ১১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে মুহূর্তের মধ্যেই খাদের কিনারে চলে যায় অস্ট্রেলিয়া। শেষ বেলায় আবির্ভূত হন স্টুয়ার্ট ব্রড। অসিদের শেষ দুই উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের জয় এবং তাঁর বিদায়কে স্মরণীয় করে রাখেন ১৬৭ টেস্ট খেলা এ পেসার।

আকাশচুম্বী ভবনের শীর্ষে উঠে দুঃসাহসিকতা দেখান ৩০ বছর বয়সী রেমি লুসিডি

ম্যাচ শেষে মইন আলি আবারও টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড : ২৮৩ ও ৩৯৫

অস্ট্রেলিয়া : ২৯৫ ও ৩৩৪ (খাজা ৭২, ওয়ার্নার ৬০, স্মিথ ৫৪; ওকস ৪/৫০, মইন ৩/৭৬)

ফল: ইংল্যান্ড ৪৯ রানে জয়ী