বিনোদন ডেস্ক: ভারতের সিনেমা হলে রমরমিয়ে চলছে সানি দেওল আর আমিশার গদর ২ সিনেমা। শুক্রবার ১১ অগস্ট মুক্তি পায় সিনেমাটি। আর ইতিমধ্যেই তা ঢুকে গিয়েছে ২০০ কোটির ঘরে। প্রাথমিক রিপোর্ট বলছে, ভারতের স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ মঙ্গলবার ছবি আয় করেছে ৫৫.৫ কোটি।
গদর চলতি সপ্তাহেই হয়তো অতিক্রম করে যাবে বক্স অফিসে আড়াইশো কোটির ঘর। Sacnilk.com এর মতে, এটি শুক্রবার ৪০ কোটি দিয়ে খাতা খোলে। তারপর শনিবার ৪৩ কোটি এবং রবিবার ৫১ কোটি সংগ্রহ করে। সোমবার ব্যবসার অঙ্ক খানিক কমে ৩৮ কোটি হলেও, মঙ্গলবার ছুটির দিন আসতেই তা বেড়ে হল ৫৫ কোটি।
এখন পাঁচ দিনের মোট নেট সংগ্রহ ২২৯ কোটি দাঁড়িয়েছে। গদর ২-তে সানি আর আমিশা ছাড়াও দেখা মিলেছে মনীশ ওয়াধওয়া, গৌরব চোপড়া, সিমরত কৌর, লভ সিনহা, রাকেশ বেদী এবং ডলি বিন্দ্রাদের। রয়েছেন উৎকষ শর্মা, যিনি গদর-এ শিশু শিল্পী হিসেবে তারা ও সাকিনার ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন।
বর্তমানে উৎকর্ষের বয়স ২৯, তাকে তারা-সাকিনার ছেলের চরিত্রেই দেখা গিয়েছে এই ছবিতে। গদর ২-এর গল্পে দেখা যাবে ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান। তারই মাঝে ভারতীয় সেনার সতর্কবার্তা উপেক্ষা করে পাকিস্তানে পা দেবে তারা সিং। গদরে স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়েছিল, আর এবার ছেলে জিতে ওরফে চরণজিৎকে ফিরিয়ে আনতে যাবে।
গদরকে বক্স অফিসে টক্কর দিচ্ছে অক্ষয় কুমারের ওএমজি ২। সমালোচকদের পজিটিভ রিভিউ, দর্শকদের মুখে প্রশংসা শুনে খিলাড়ি কুমারের সিনেমা দেখে হলে লোক সমাগম মন্দ হচ্ছে না। পাঁচ দিনে ওএমজি ব্যবসা করেছে ৭৭.৫ কোটির। স্বাধীনতা দিবসের দিন ওএমজি ব্যবসা করল ১৮.৫০ কোটির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।