জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের মেয়ে কোহেলী কুদ্দুস মুক্তি ও ছেলে আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন।
জানা যায়, কোহেলী কুদ্দুস মুক্তি আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য। শোভন নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন।
আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন বলেন, শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার জন্যই কাজ করব। আমার বাবা ইতিমধ্যে এই এলাকায় ৯০ ভাগ কাজ সম্পন্ন করেছেন। বাবার অসমাপ্ত কাজ বাস্তবায়নে নির্বাচন করতে চাই।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে এই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেন ১৭ প্রার্থী। ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে নৌকার মনোনয়ন দেওয়া হয়। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।