জুমবাংলা ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন দুই ভাই-বোন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলীর সন্তান রুমানা আলী টুসি ও জামিল হাসান দুর্জয়।
এর মধ্যে রুমানা আলী টুসি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের মহিলাবিষয়ক সম্পাদক। তাঁর বড় ভাই দুর্জয় গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, একাদশ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন জামিল হাসান দুর্জয়। তবে তাকে নৌকা প্রতীক দেওয়া হয়নি। পরে রুমানা আলী টুসিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য করা হয়। এরপর থেকে ভাই-বোনের রাজনৈতিক দূরত্ব বাড়তে থাকে।
দ্বাদশ নির্বাচনের জন্য আগে থেকেই দুই ভাই-বোন একই আসনে নির্বাচনের ঘোষণা দিয়ে পৃথক পৃথক রাজনৈতিক কর্মকাণ্ড করে আসছিলেন। ভাই-বোনের নৌকার মনোনয়ন নিয়ে এই লড়াইকে ‘গৃহযুদ্ধ’ বলছেন আওয়ামী লীগ নেতারা।
টুসি ও দুর্জয়ের ঘনিষ্টজনেরা জানিয়েছেন, শনিবার মনোনয়ন ফরম বিক্রি শুরুর পর রুমানা আলী টুসি মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন। পরদিন সোমবার মনোনয়ন ফরম কিনেছেন জামিল হাসান দুর্জয়ও।
রুমানা আলী টুসির অনুসারী উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন বলেন, ‘রুমানা আলী টুসি মনোনয়ন পেলে ভাই-বোনের কোনো বিরোধ থাকবে না। আমাদের দরজা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা সবার জন্য উন্মুক্ত থাকবে।’
জামিল হাসান দুর্জয়ের অনুসারী গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ বলেন, ‘নৌকা ঐক্যের প্রতীক। নৌকা উন্নয়নের প্রতীক। মাননীয় প্রধানমন্ত্রী যাকেই নৌকা দেবেন, তার পক্ষেই কাজ করব।’
একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল সাখাওয়াত হোসেন খান। সূত্র : কালের কণ্ঠ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।