ব্রাসেলস সফর সফল, বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

জুমবাংলা ডেস্ক : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ সফরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব নতুন উচ্চতায় উন্নীত হয়েছে।

প্রধানমন্ত্রী

মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মলেন এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গ্লোবাল গেটওয়ের আওতায় বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, কানেকটিভিটি, শিক্ষা ও গবেষণা, ডিজিটাল অবকাঠামো এবং চিকিৎসা সামগ্রী উৎপাদনে বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।

‘এ সফরের মাধ্যমে বেলজিয়াম এবং লুক্সেমবার্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর এবং সহযোগিতার ক্ষেত্রসমূহ আরও বিস্তৃতি লাভ করবে বলে আমি আশাবাদী।’

সাবধান! মাইক্রো ব্যাটারি থেকে শিশুকে দূরে রাখুন

পোশাক শ্রমিকদের আন্দোলন বিষয়ে তিনি বলেন, মাত্র ১৪ বছরে তাদের বেতন ৮০০ টাকা থেকে ৮ হাজার ৩০০ টাকা করেছে আওয়ামী লীগ সরকার।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন হবে এবং সেটা সময়মতো হবে। কে চোখ রাঙালো, সেটা ব্যাপার না।