সাইফুল ইসলাম : মানিকগঞ্জে দিনের আলোয় মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাতটার দিকে শহরের শহীদ রফিক সড়কের বিসমিল্লাহ সুপার মার্কেটে ‘পিকাবো মোবাইল শো-রুমে’ এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাত থেকে আটজনের একটি দল কাটার মেশিন দিয়ে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা শো-রুমের কাউন্টার ও প্রদর্শনী কেস থেকে বিভিন্ন ব্র্যান্ডের অর্ধশতাধিক মোবাইল ফোন লুট করে নেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লুট হওয়া মোবাইলগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
শোরুমের মালিক শিশির সেন বলেন, “প্রতিদিনের মতো সকালে দোকান খুলতে এসে দেখি তালা ভিন্নভাবে লাগানো। সন্দেহ হওয়ায় ভিতরে প্রবেশ করে দেখি কাউন্টার ও শোকেস থেকে প্রায় ৬০টির মতো মোবাইল নেই।”
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



