কিছুদিন আগে Birmingham Small Arms কোম্পানির একটি মোটরসাইকেলের স্পাইশট ইন্টারনেটে তুলে ধরা হয়। মোটরসাইকেলটির মডেলের নাম বিএসএ গোল্ডস্টার। এটি 650 সিসির মোটরসাইকেল।
Royal Enfield Interceptor হচ্ছে ব্রিটেনের একটি জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি।Birmingham Small Arms কোম্পানির তৈরি করা এই মোটরসাইকেলটি রয়েল এনফিল্ড কে চ্যালেঞ্জ জানাবে বলে মনে করা হচ্ছে।
নিকট ভবিষ্যতে কোন এক সময় মোটরসাইকেলটি বাজারে ছাড়া হবে বলে ধারণা করা হচ্ছে। তবে বর্তমানে গোল্ডস্টার মোটরসাইকেলটি ভারতে টেস্ট করে দেখা হচ্ছে। তবে বাইকটি খুব শীঘ্রই লঞ্চ করা হচ্ছে না এটা নিশ্চিত।
আবার শোনা যাচ্ছে BSA Goldstar 650 বাইকটি জুলাই এ আন্তর্জাতিক বাজারে পা রাখতে চলেছে। বর্তমানে সংস্থাটি নিজেদের ডিলারের নেটওয়ার্ক বাড়াতে ব্যস্ত। ভারতে তৈরি হওয়া বিএসএ গোল্ডস্টার বাইক প্রথম ব্রিটেনের বাজারে বিক্রি হবে৷ তারপর ভবিষ্যতে ভারতের বাজারে পা রাখতে পারে। যদিও লঞ্চের প্রসঙ্গে সংস্থার তরফে এখনও কোনো অফিশিয়াল ঘোষণা আসেনি। আবার BSA Goldstar 650 আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার বাজারে বিক্রি করা হবে বলে জানা গেছে।
বিএসএ গোল্ডস্টার মডেলের মূল চালিকাশক্তি হল ৬৫২ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন। যার সর্বোচ্চ ক্ষমতা ও টর্ক যথাক্রমে ৪৫.৬ পিএস ও ৫৫ এনএম। সাথে রয়েছে ৫ স্পিড গিয়ার বক্স। তবে দেখার বিষয় হল, এতে থাকা ইঞ্জিন কতটা ভালো পারফরম্যান্স দিতে পারে। অন্য দিকে, তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ইন্টারসেপটর ৬৫০এ রয়েছে ৬৪৮ সিসির টুইন, এয়ার/ওয়েল কুল্ড সিলিন্ডার ইঞ্জিন, যার আউটপুট ৪৭.৬ পিএস ও ৫৩ এনএম।
বিএসএ গোল্ডস্টার এর সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে প্রিলোড অ্যাডজাস্টেবল ডুয়েল শক অ্যাবজর্ভার দেওয়া হয়েছে। ব্রেকিংয়ের জন্য সামনের চাকায় ব্রেম্বো ডুয়েল পিস্টন ক্যালিপার যুক্ত ৩২০ মিমি ডিস্ক ও পিছনের চাকায় ব্রেম্বো সিঙ্গেল পিস্টন-সহ ক্যালিপার যুক্ত ২৫৫ মিমি ডিস্ক রয়েছে। রাইডারের সুরক্ষার্থে এতে ডুয়েল চ্যানেল এবিএস থাকছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।