জুমবাংলা ডেস্ক : সাধারণ ছাত্র-জনতার তোপের মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে যান শেখ হাসিনা। বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তাকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। এতেই আশঙ্কার প্রহর গুনছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
কারণ শেখ হাসিনা সরকারের আমলে ভারতবিরোধী কার্যকলাপের অভিযোগে বিএনপি-জামায়াতের অনেককে গ্রেপ্তার করা হয়েছিল। তারা আবার মুক্তি পেয়ে একই কাজে লিপ্ত হতে পারে বলে বিএসএফের আশঙ্কা। তাই বাংলাদেশের সমস্ত সীমান্তে চলছে কড়া নজরদারি। বিশেষ করে যে এলাকায় কাঁটাতার নেই, সেই অংশে নাইট ভিশন ক্যামেরা লাগানো হয়েছে। প্রতি মুহূর্তের পরিস্থিতির ওপর নজর রাখছেন বিএসএফ সদস্যরা।
দক্ষিণবঙ্গের ঘোজাডাঙা, বনগাঁর পেট্রাপোলের পাশাপাশি উত্তরের মহদিপুর, হিলি, ফুলবাড়ি, চ্যাঙরাবান্ধায় বিশেষ নজরদারি চলছে। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে স্থল সীমান্ত রয়েছে ৯১৩.৩২৪ কিমি এবং জলসীমান্ত রয়েছে ৩৬৩.৯৩০ কিমি। অন্যদিকে, উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে স্থলসীমান্ত রয়েছে ৯৩৬.৭০৩ কিমি। দক্ষিণবঙ্গে প্রায় ৫৩৮ কিমি এবং উত্তরবঙ্গে ৩৭৫ কিমি অংশে কোনো কাঁটাতার নেই। এই অংশটি নিয়েই চিন্তিত বিএসএফ।
দিন ও রাতের যে কোনো সময় অনুপ্রবেশ ঘটার আশঙ্কায় কড়া নজরদারি রয়েছে। বিএসএফ কর্তারা জানান, বাংলাদেশে যেভাবে হিংসাত্মক ঘটনা শুরু রয়েছে তাতে বহু মানুষই প্রাণভয়ে সীমান্ত অতিক্রম করতে চাইবেন। এই পরিস্থিতিকে সামাল দিতে তৈরি থাকতে বলা হয়েছে বিএসএফ সদস্যদের।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel