জুমবাংলা ডেস্ক : অনলাইন জুয়া বন্ধ করতে বেটিং সাইট ও অ্যাপগুলোর তালিকা করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। দেশের কোন জেলায় কোন অ্যাপ বা সাইট ব্যবহৃত হচ্ছে তা জানাতে জেলা প্রশাসকদের চিঠি দেয়া হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানায় সংস্থাটি।
টি-টোয়েন্টির যুগে বিপিএল কিংবা আন্তর্জাতিক টুর্নামেন্টে মাঠে হরহামেশা চলে চার-ছক্কার ফুলঝুরি। কখনও ইয়র্কার কিংবা দুর্দান্ত সুইংয়ে ব্যাটারকে পরাস্ত করে নৈপুণ্য দেখান বোলাররাও। তবে মাঠের উন্মাদনা ছাপিয়ে অনলাইনে প্রতিটি বলের হিসাব-নিকাশ করে চলে রমরমা জুয়া। শহর থেকে প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে গেছে এর দৌরাত্ম্য। বাজি ধরতে গিয়ে নিঃস্ব হচ্ছে তরুণ থেকে বৃদ্ধ।
এ পরিস্থিতিতে অনলাইন জুয়ার দৌরাত্ম্য বন্ধে জোরেশোরে মাঠে নামার কথা জানায় বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থা বলছে, সারা দেশে দেদার চলছে এমন অনলাইন বেটিং সাইট ও অ্যাপের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এ ক্ষেত্রে সহযোগিতা চাওয়া হয়েছে মাঠ প্রশাসনের।
বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. খলিলুর রহমান বলেন, শুধু বেটিং সাইট নয়; পর্ণ সাইট এমনকি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী উসকানি ও মিথ্যা তথ্যের প্রচারণা ঠেকাতেও সার্বক্ষণিক নজরদারি করছে বিটিআরসি।
সভায় মোবাইল ইন্টারনেটের মূল্য নিয়ে জানতে চাওয়া হলে, ব্যান্ডউইথের দাম কমানো নিয়ে কাজ চলছে বলে জানায় নিয়ন্ত্রক সংস্থা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।