বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্ত চলছে এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে বিসিবি।

শুক্রবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দাবি করা হচ্ছে যে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল বুলবুলের বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্ত করছেন। বিষয়টি বিসিবির নজরে আসার পরই এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অ্যালেক্স মার্শালের লিখিত বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, আমি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ফিক্সিংয়ে জড়িত থাকার বিষয়ে কোনো তদন্ত করছি এটি সম্পূর্ণ অসত্য ও মনগড়া অভিযোগ।
ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিসিবি জানায়, এসব অপপ্রচার সভাপতির সুনাম ক্ষুণ্ন করা এবং বোর্ড ও দেশের ক্রিকেটের বিশ্বাসযোগ্যতা নষ্ট করার উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা। এ ধরনের তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)ও করেছে বিসিবি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খেলোয়াড় কিংবা কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত যেকোনো কুৎসা, অপপ্রচার ও ক্ষতিকর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


