বুবলী ছেলের নাম রাখলেন শাকিব খানের সঙ্গে মিল রেখে

বুবলি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা শবনম বুবলীর বেবিবাম্পের ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। ছেলে হয়েছে নাকি মেয়ে— এমন জল্পনা-কল্পনাও চলছে ভক্তদের মাঝে।

বুবলি

কেউ কেউ ধারণা করছেন, বুবলীর মেয়ে হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাও জানাতে দেখা গেছে। তবে এবার সত্যটা জানা গেল। মেয়ে নয়, পুত্রসন্তানের মা হয়েছেন বুবলী। এই নায়িকা ২০২০ সালের প্রথমদিকে নিউ ইয়র্কে পুত্রসন্তান প্রসব করেন।

বুবলীর ছেলের নাম রাখা হয়েছে শেহজাদ খান। বিষয়টি নিশ্চিত করেছেন এই চিত্রনায়িকার ঘনিষ্ঠ দুইজন। যাদের মধ্যে একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় নানাভাবে সহায়তা করেছেন। তার ভাষ্য মতে, সন্তানের পিতা ঢালিউডের সুপারস্টার শাকিব খান। তার নামের সঙ্গে মিলিয়েই বুবলীর ছেলের নাম শেহজাদ রাখা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি বুবলী।

বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ সিনেমার মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে শেহজাদ খানের জন্ম হয়েছে। আর ‘বীর’ মুক্তি পেয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে।

শেহজাদ খানের বয়স এখন দুই বছরের ওপরে। সে এখন মায়ের সঙ্গেই ঢাকায় আছে।

বুবলীর সন্তানের বাবা কে তাহলে?

এদিকে, গত ২৭ সেপ্টেম্বর বেবিবাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। এরপর তিনি জানান, পারিবারিক ও সামাজিক নিয়ম মেনেই তার বিয়ে ও সন্তান হয়েছে। বিস্তারিত বলার জন্য কিছুদিনের জন্য সময় চেয়ে নেন শাকিবের সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে আসা এই নায়িকা।