বিনোদন ডেস্ক : অপু বিশ্বাসের সঙ্গে শবনম বুবলীর যেন সাপে-নেউলে সম্পর্ক। শাকিব খানকে কেন্দ্র করেই তাদের মধ্যে এই রেষারেষি। এ কারণে একে অন্যের ছায়াও মাড়ান না তারা।
এদিকে এবার ঈদের ছবি নিয়ে দুজনেই আছেন প্রতিযোগিতার মাঠে। অপু এসেছেন ‘লাল শাড়ি’ নিয়ে। বুবলী হাজির হয়েছেন ‘প্রহেলিকা’ নিয়ে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, বুবলী কি অপুকে প্রতিদ্বন্দ্বী ভাবেন?
সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী বলেন, ‘একদমই না, কেন? কারণ উনারা তো আসলে আমাদের থেকে অনেক সিনিয়র, বহু বছর ধরে কাজ করছেন, তবে কাজের ক্ষেত্রে নিজের সঙ্গে নিজের পারফরম্যান্সের সবসময় একটা চ্যালেঞ্জ থাকে।’
‘প্রহেলিকা’ নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এতে বুবলী ছাড়াও অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ। পান্থ শাহরিয়ারের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।
অন্যদিকে তাতশিল্প নিয়ে গড়ে উঠেছে ‘লাল শাড়ি’ চলচ্চিত্রটির গল্প। এখানে সাইমনকে দেখা যাবে রাজু নামের একজন তাত শ্রমিকের চরিত্রে। অপু বিশ্বাস তার বিপরীতে অভিনয় করেছেন শ্রাবণী হয়ে। অপুর নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে নির্মাণ করা হয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।