নতুন চমক নিয়ে আসছেন নায়িকা বুবলী

নায়িকা বুবলী

বিনোদন ডেস্ক : শাকিবের নায়িকা হয়ে চমকে দিয়েছিলেন বুবলী। ‘বসগিরি’ এবং ‘শুটার’ নামক দু’টি ছবিতে তার গ্ল্যামার দেখেও ঢাকাই ছবির দর্শকরা নড়েচড়ে বসেছিলেন। নতুন খবর হচ্ছে, বুবলী আবারও ভক্তদের নতুন চমক দিতে যাচ্ছেন। সেটা হচ্ছে, বুবলীর নতুন ছবি ‘অহংকার’র জন্য গানে কণ্ঠ দিলেন তারই বড় বোন নাজমিন মিমি। গানটিতে পর্দায় ঠোঁট মেলাবেন বুবলী। এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘মিমি আপু আগেও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছে। কিন্তু আমি এই প্রথম তার গাওয়া গানে ঠোঁট মেলাতে যাচ্ছি। ভাবতেই ভালো লাগছে।’
নায়িকা বুবলী
তিনি আরো বলেন, ‘এখনো গানটির শুটিং হয়নি। তবে গানটির রেকর্ডিংয়ের খবর জানার পর থেকে এই গান ঘিরে আমার মধ্যে এক অন্য রকম অনুভূতি কাজ করছে। শুটিং হওয়ার পর

এই গানটি সারা জীবনের জন্য এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে আমাদের দুই বোনের কাছে।’ এদিকে এই গানে রেকর্ডিং শেষ হয়েছে সম্প্রতি। মিমির সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান। গানের সুর-সংগীত করেছেন গানের নন্দিত মানুষ আহমেদ ইমতিয়াজ বুলবুল।

গানটি নিয়ে মিমি বলেন, ‘সত্যি কথা বলতে কি গানটি যখন রেকর্ড হয় তখনও জানতাম না যে এই গানটি বুবলীর ছবির জন্য করা হচ্ছে। গাওয়ার পর জেনেছি এই গানটিতে ঠোঁট মেলাবে বুবলী।

এটা অবশ্যই আমার জন্য বাড়তি আনন্দ।’ তিনি বলেন, ‘আমি প্রায় ৫০০ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছি। এর আগে শাহাদাত হোসেন লিটনের পরিচালনায়, শাকিব ভাই অভিনীত অনেক ছবিতে গেয়েছি। উনি গান ভীষণ পছন্দ করেন। আর এবারে যখন শুনেছি বুবলীর জন্য গানটি তারপর বিস্মিত হয়েছি।’

অভিনেত্রী ঋতাভরী ইনস্টাগ্রামে এত জনপ্রিয় কেন?