বুবলী ভক্তদের জন্য বিশাল দু:সংবাদ

bubli

বিনোদন ডেস্ক : এবারও ভক্তদের কাছে দুঃসংবাদ এলো ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী। প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে ফেলা হচ্ছে বুবলী অভিনীত সিনেমা ঈদের সিনেমা ‘রিভেঞ্জ’।

bubli

এবারের কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল সর্বমোট পাঁচটি সিনেমা। এগুলো হলো রায়হান রাফী পরিচালিত ‘তুফান’, মোহাম্মদ ইকবাল পরিচালিত রিভেঞ্জ, রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’, ম‌োস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড এবং সুমন ধর পরিচালিত আগন্তুক সিনেমা। এরমধ্যে ঈদের চার দিন পেরোতেই সিনেমা হল থেকে নামিয়ে ফেলা হচ্ছে রিভেঞ্জ।

সারা দেশের ৩০টি হলে ঈদের দিন মুক্তি পেয়েছিল ‘রিভেঞ্জ’। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রোশান ও শবনম বুবলী। ভিলেন চরিত্রে রয়েছেন মিশা সওদাগর।

অ্যাকশন নির্ভর এ সিনেমাটি দর্শক গ্রহণযোগ্যতা হারিয়েছে। দর্শক চাহিদা না থাকায় আগামী শুক্রবার (২১ জুন) ‘রিভেঞ্জ’ নামিয়ে নিচ্ছে স্টার সিনেপ্লেক্স।

বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’ সিনেমার বদলে শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার শো চালোনোর সিদ্ধান্ত নিয়েছেন হল কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দর্শকের কাছে একেবারে অগ্রহণযোগ্য সিনেমায় পরিণত হয়েছে রিভেঞ্জ। যার ফলে আমরা কোনো শাখাতেই এটা রাখতে পারছি না।’

ফটোগ্রাফারকে দেখে হাত দেখাচ্ছে বাঘ, নেট দুনিয়ায় তোলপাড়

প্রসঙ্গত, গত রোজার ঈদে সিনেমা হলে সবচেয়ে বেশি শো পেয়েছিল মিশুক মনি পরিচালিত ও বুবলী অভিনীত ‘দেয়ালের দেশ’ সিনেমাটি। কিন্তু দর্শক চাহিদা না পাওয়ায় সেবারও হল কর্তৃপক্ষ সে সিনেমা নামিয়ে ফেলার সিদ্ধান্ত নেন।