বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন আজ আজ। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেন শাকিব-অপুর পুত্র। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরের বছরই ছেলেকে নিয়ে টিভি চ্যানেলে হাজির হন অপু। জানান শাকিব খানের সঙ্গে তার বিয়ে ও সংসারের কথা।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সাত বছর পূর্ণ হলো ছেলের। বিশেষ এই দিনে জয়কে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন বাবা-মায়ের সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা। আর বড় ভাই জয়ের জন্মদিনে নিজের ফ্যানপেজ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে শাকিব-বুবলীর ছেলে শেহজাদ খান বীর।
বুধবার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে বীরের ভিডিওবার্তাটি শেয়ার করেছেন বুবলী।
সঙ্গে পোস্টের ক্যাপশনে জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার চিহ্ন। ভিডিওতে দেখা যায়, বীরের পরনে রয়েছে সাদা গেঞ্জি ও কালো ট্রাউজার। একটি রুমে দাঁড়িয়ে বড় ভাই জয়কে ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’ বলে উইশ করছে বীর।
অপু-শাকিবের পুত্রকে বুবলীপুত্রের জন্মদিনের শুভেচ্ছাবার্তা ভক্তদেরও বেশ অবাক করেছে।
তারা সবাই দেশের শীর্ষ নায়কের দুই ছেলের এমন চিত্রে বেশ খুশি হয়েছে, প্রশংসা করেছে। একজন লিখেছেন, ‘রক্তের ওপর রক্তের টান আছে, কোনো হিংসা নাই, আলহামদুলিল্লাহ, দেখে অনেক ভালো লাগল।’ অন্য একজন লিখেছেন, ‘এই প্রথম কিছু একটা ভালো লাগল।’
শাকিব-অপুর বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আসে ২০১৭ সালের ১০ এপ্রিল। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর এদিন জয়কে সামনে আনেন অপু।
একটি টিভি চ্যানেলে পুত্রকে নিয়ে হাজির হয়ে অপু জানান, তার সন্তানের পিতা শাকিব খান। শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করে জয়। অন্যদিকে সম্পর্কের টানাপড়েনে আলাদা থাকছেন শাকিব-বুবলী। ছেলে বীর ও কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। তবে শাকিবের দুই ছেলে দুই মায়ের কাছে থাকলেও নিয়মিত সন্তানদের সময় দিতে দেখা যায় এই নায়ককে। কয়েক দিন আগেই ছেলে বীরকে স্কুলে ভর্তি করিয়েছেন বুবলী। ছেলের স্কুলের প্রথম দিনে সঙ্গে ছিলেন শাকিবও। সেই ছবিও নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন এই নায়িকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।