বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্টার কিড শেহজাদ খান বীর। বাবা শাকিব খান ও মা বুবলীর তারকাখ্যাতির সুবাদে ছোট্ট বীরও তারকা বনে গেছে। তাকে ঘিরে নেটিজেনদের আগ্রহের কমতি নেই। সোশ্যাল মিডিয়ায় বীরের ছবি পোস্ট করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়।
গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বীরের স্টাইলিশ লুকে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন বুবলী। ছবিতে দেখা যাচ্ছে, ইন করে শার্টের সঙ্গে মানানসই ক্যাপ মাথায় দিয়েছে বীর। তবে তার হাতে শোভা পাচ্ছে একটি ঘড়ি। যেটি মূলত বড়দের ব্যবহারের জন্য।
ক্যাপশনে বুবলী লিখেছেন, লাড্ডু বাবার আরও ছোটবেলায়। অর্থাৎ বীরের ছবিগুলো বর্তমান সময়ের নয়।
বরাবরের মতোই বুবলীর সেই পোস্টটি নেটিজেনদের নজর কেড়েছে। ইতোমধ্যে পোস্টটিতে ৫৬ হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে। মন্তব্য এসেছে প্রায় আড়াই হাজার।
এবার বিশেষ একজনের সঙ্গে ‘নাসিরের সাবেক প্রেমিকা’ সুবহার ছবি প্রকাশ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।