কেটিএম ভারতের বাজারে নিয়ে আসছে তাদের নতুন এবং সবচেয়ে বাজেট-বান্ধব স্ট্রিটফাইটার বাইক কেটিএম ১৬০ ডিউক। কোম্পানিটি ইতিমধ্যেই অফিসিয়াল টিজার প্রকাশ করেছে, যা এই বাইকের আগমন স্পষ্টভাবে ইঙ্গিত দেয়। অনুমান করা হচ্ছে, আগস্ট ২০২৫-এর শেষের দিকে এই বাইক ভারতে লঞ্চ হবে।
১৬০ সিসির নতুন ইঞ্জিনে ছুটবে কেটিএম ১৬০ ডিউক
নামের মতোই, কেটিএম ১৬০ ডিউক-এ থাকবে ১৬০ সিসি লিকুইড-কুল্ড ইঞ্জিন, যা কেটিএম ২০০ ডিউকের প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি। যদিও এখনো অফিসিয়াল স্পেসিফিকেশন প্রকাশিত হয়নি, তবে বাইকটির পারফরম্যান্স ইয়ামাহা এমটি-১৫ মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দেবে বলে ধারণা করা হচ্ছে।
পুরনো ২০০ ডিউক প্ল্যাটফর্মেই তৈরি
টিজার থেকে জানা গেছে, কেটিএম ১৬০ ডিউক তৈরি হয়েছে দ্বিতীয় প্রজন্মের কেটিএম ২০০ ডিউকের প্ল্যাটফর্ম ব্যবহার করে। নতুন প্রজন্মের প্ল্যাটফর্ম ব্যবহারে খরচ বেড়ে যেত, যা ১৬০ সিসি সেগমেন্টে টিকতে কঠিন হতো। তাই কেটিএম পুরনো প্ল্যাটফর্ম বেছে নিয়েছে যাতে দাম নিয়ন্ত্রণে রাখা যায় এবং ভারতীয় গ্রাহকদের কাছে বাইকটি আরও সহজলভ্য হয়।
ডিজাইন ও নতুন ফিচার
ডিজাইনিংয়ে কেটিএম ১৬০ ডিউক অনেকটাই কেটিএম ২০০ ডিউকের মতোই থাকবে, তবে নতুন রং ও গ্রাফিক্স যোগ করা হবে, যা বাইকটিকে আলাদা ও আকর্ষণীয় করে তুলবে। এই আপডেট বাইকটিকে বাজেটের মধ্যে রেখে স্টাইল ও পারফরম্যান্স নিশ্চিত করবে।
শুধুমাত্র ভারতীয় বাজারের জন্য
এই বাইকটি বিশেষভাবে ভারতীয় বাজারের জন্য তৈরি, এবং গ্লোবালি লঞ্চ করার পরিকল্পনা নেই। কেটিএমের লক্ষ্য বাজেট সচেতন ভারতীয় বাইকারদের কাছে তাদের পারফরম্যান্স ও স্টাইল পৌঁছে দেওয়া।