কম দামে সেরা গেমিং পিসি

কম দামে সেরা গেমিং পিসি

গ্রাফিক্স কার্ড এর দাম বেশি থাকায় এখন মিড বাজেটে এখন পিসি বিল্ড করা বেশ কঠিন। গত ৫ জানুয়ারী ইন্টেল i5 12400 বাজারে প্রবেশ করে। ৪৫ হাজার টাকার আজকের এই বিল্ডটিতে আমরা ব্যবহার করেছি ইন্টেলের লঞ্চ হওয়া কোর আই ফাইভ ১২৪০০ প্রসেসরটি। সফটওয়্যার ও গেমিং বেঞ্চমার্ক এর পাশাপাশি আলোচনা করা হয়েছে মাদারবোর্ড সিলেকশন ও মেমোরি সাপোর্ট এর বিষয়েও।

ইন্টেল ১২জেন কোর i5 12400 বাজারে পাওয়া যাচ্ছে এখন ২১৫০০ টাকায়সমস্যা হচ্ছে ১২৪০০ দিয়ে অধিকাংশ বিল্ড যেগুলো হবে সেগুল বাজেট বিল্ড, কিন্ত নতুন এই প্রসেসরের জন্য সেভাবে কোন বাজেট মাদারবোর্ড বাজারে দেখা যাচ্ছে না।AMD বিল্ড গুলোতে একটা সুবিধা যে পুরানো বোর্ডে নতুন প্রসেসর ব্যবহার করা যায় শুধু মাত্র বায়োস টা আপডেট করে নিলেই, যদিও AMD ও সামনে নতুন সকেট ব্যবহার করায় এই সুবিধা আর পাওয়া যাবে না। ইন্টেল এর ক্ষেত্রে প্রায় প্রতি জেনারেশনই নতুন বোর্ড। 10th and 11th gen এর LGA 1200 সকেট এর বদলে এবার ১২ জেন এ ব্যববহার হচ্ছে LGA 1700 সকেট।

কম দামে সেরা গেমিং পিসি
প্রতীকী ছবি

বাংলাদেশে h610m-a এর দাম ১১,১০০ টাকা। আর টাফ b660m-e এর দাম ১৬,১০০ টাকা। বাজেট বিল্ডারদের কথা মাথায় রেখে আমাদের বেছে নিতে হচ্ছে, Prime h610m-a, যেটার দাম ১১,১০০ টাকা। আমাদের ১২৪০০ এর জন্য যেটা এনাফ।  আপনার বাড়তি টাকা থাকলে বি৬৬০ বোর্ড নিতে পারেন। সেক্ষেত্রে মেমোরি অভারক্লকিং, বেশি পোর্টস অনেক এক্সট্রা ফিচার আছে, যাদের দরকার একটু মিলিয়ে দেখে ডিসিশন নেবেন। স্পেশালি যারা ১২৬০০ দিয়ে বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য বি৬৬০ বোর্ড গুলা বেশি সুইটেবল হতে পারে।

 র‍্যাম স্পিড নিয়ে ভোগান্তিতে পড়তে হবে না এবার, ddr4 ram 3200 মেগাহার্জ স্পিড এ চালাতে পারবেন জটিলতা ছাড়াই।আর ভবিষ্যতে মাদার্বোর্ড আপগ্রেড করলে ডিডিআর ফাইভের স্বাদ নেওয়ার সুযোগ তো থাকছেই।যাই হোক আজকের বিল্ডে ram হিসেবে আমরা ইউজ করছি Corsair Vengeance LPX 8GB 3200 MHZ এর দুটি কিট যার প্রতিটির দাম ৩২৫০ টাকা।

এক এক জনের কাজের ভিন্নতার ভিত্তিতে স্টোরেজের রিকোয়ারমেন্ট ও প্রিফারেন্স ও ভিন্ন হয় তাই আমরা অন্যান্য বিল্ডের মত এখানেও কোনো স্টোরেজ এড করছি না শুধু একটি সিস্টেম ড্রাইভ ছাড়া। ১২৮ জিবি ক্যাপাসিটির M.2 PCIe SSD এর দাম ২৮০০ টাকা।

টাইট বাজেটে মোটামুটি সাইজের ও বিল্ড কোয়ালিটির সাথে দু চারটা আরজিবি ফ্যান, ২৫০০-৩০০০ এ এসব ফিচার এর কারণে বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছে ভ্যালু টপের কেসগুলো। আমাদের আগের বিল্ডের মত এবারেও আমরা বেছে নিয়েছি এই ব্রান্ডের কেস। রয়েছে চারটি ফিক্সড রেইনবো আরজিবি ফ্যান। দাম ৩২০০ টাকা।

সিস্টেমে PSU হিসেবে ব্যবহার করা হয়েছে ANTEC CSK 450W পাওয়ার সাপ্লাইটি। যার দাম ৩৬৫০ টাকা। গেমিংয়ে 5600G অনেকটাই এগিয়ে। যারা গেমিং ফোকাসড বিল্ড করতে চান তারা 5600g, যারা ওভারল প্রোডাক্টিভিটির জন্য বিল্ড করতে চান তারা 12400 নিতে পারেন।

বিদ্যুৎ চমকালে স্মার্টফোন বন্ধ করে দেওয়া কি জরুরি?