খেলাধুলা ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ক্ষুদ্র সংস্করণ এনসিএল টি-টোয়েন্টি মাঠে গড়াবে কাল বুধবার। এর আগে সোমবার উন্মোচিত হয়েছে ট্রফি। সিলেটে মঙ্গলবার দলগুলোর জার্সি উন্মোচন ও ক্যাপ্টেন্স মিটও অনুষ্ঠিত হয়েছে। সেখানে ৮ দলের আট অধিনায়ক টি-টোয়েন্টি এই টুর্নামেন্ট নিয়ে কথা বলেছেন।
রংপুর বিভাগের অধিনায়ক আকবর আলী ক্যাপ্টেন্স মিটে বলেছেন, ‘এটা আমাদের অনেক দিনের চাওয়া। বিপিএলের বাইরে শুধু স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনেক বছর ধরেই চাচ্ছিলাম। যেটা এবার হচ্ছে। অনেক ভালো উদ্যোগ। আশা করি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। এটা সামনের বিপিএলেও সাহায্য করবে।’
ঢাকার অধিনায়ক নাঈম শেখ বলেছেন, ‘আমাদের দল সিনিয়র-জুনিয়র মিলে ভালো একটা সমন্বয় আছে। মনে হয় আমার দলের বোলিং আক্রমণ খুবই ভালো। আমরা চাচ্ছিলাম বিপিএলের আগে এরকম একটা ঘরোয়া টুর্নামেন্ট হোক। তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট।’
এনসিএল টি-টোয়েন্টি দিয়েই মাঠে ফিরছেন তামিম ইকবাল। দেশের সেরা এই ওপেনার খেলবেন চট্টগ্রাম বিভাগের হয়ে। এই দলটির অধিনায়ক ইয়াসির আলী। দলে তামিমের থাকাকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন ইয়াসির, ‘তামিম ইকবালের মতো একজন সিনিয়র ক্রিকেটার থাকা একটা বুস্ট আপ। তিনিও চাইবেন সেরাটা যেন দিতে পারেন। তার উপস্থিতি তরুণ ক্রিকেটারদের জন্যও অনেক বড় অনুপ্রেরণা।’
বরিশালের অধিনায়ক সোহাগ গাজী মাঠে সেরাটা দিতে মুখিয়ে আছেন, ‘মাঠের ক্রিকেট আসলে যারা ভালো খেলবে, তাদের কাছেই ফল যাবে। আমরা চেষ্টা করবো মাঠে কত ভালো খেলা যায়। ভুল ত্রুটি যত কম করা যায়।’
তরুণ ক্রিকেটার প্রীতম কুমার মনে করেন, এই টুর্নামেন্ট স্থানীয়দের জন্য বড় প্ল্যাটফর্ম, ‘এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। এমন টুর্নামেন্ট সচরাচর হয় না। বিপিএলের বাইরে এমন একটা টুর্নামেন্ট মানে নিজেদের মেলে ধরার সুযোগ।’
ইতোমধ্যে আইসিসি থেকে এনসিএল টি-টোয়েন্টি প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে। ১১ ডিসেম্বর শুরু হয়ে আসর চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও স্টেডিয়ামের আউটার মাঠে।
দেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টে অংশ নেবে ৮টি দল। টেস্টের মতোই টি-টোয়েন্টিতে থাকছে—ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো। বুধবার প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা মেট্টো ও বরিশাল বিভাগ। দিনের বাকি তিন ম্যাচে যথাক্রমে লড়বে ঢাকা বিভাগ-সিলেট বিভাগ, রংপুর বিভাগ-চট্টগ্রাম বিভাগ, ও খুলনা বিভাগ-রাজশাহী বিভাগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।