বুয়েটকে হারিয়ে ‘মাস্টারমাইন্ড ২.০’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শাবিপ্রবি

buet

জুমবাংলা ডেস্ক : আন্তঃবিশ্ববিদ্যালয় কেস প্রতিযোগিতা শীস্টেম প্রেজেন্টস মাস্টারমাইন্ড ২.০-এর গ্র্যান্ড ফিনালে বুয়েটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘টিম রাইজিং ফোনিক্স‘।

buet

রবিবার (১৫ ডিসেম্বর) সাস্ট ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এবং নারী ক্ষমতায়নে নিবেদিত প্রতিষ্ঠান শীস্টেম-এর পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে গ্রান্ড ফিনাল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো: আশরাফুল ফেরদৌস চৌধুরী ও শীস্টেম এর ইন্ডাস্টি এক্সপার্ট। গ্র্যান্ডফিনালে বিচারকের দায়িত্ব ছিলেন এস. এম. রাসেল আহমেদ, সিলেট উত্তর আঞ্চলিক প্রধান রবি ও লাইটক্যাসেল পার্টনার্স প্রধান নির্বাহী কর্মকর্তা বিজন ইসলাম।

প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে বুয়েটের টিম ‘ডালহেড’ ও তৃতীয় হয়েছে ঢাবি ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘টিম অ্যাপ্রিকাস’। চ্যাম্পিয়ন টিমকে ৫০ হাজার টাকা , দ্বিতীয় স্থান অর্জনকারী টিম ৩০ হাজার টাকা, তৃতীয় স্থান অর্জনকারী টিমকে ২০ হাজার টাকা পুরষ্কার হিসেবে দেয়া হয়।

সব ধরনের ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ

জটিল তিনটি রাউন্ডের মধ্য দিয়ে প্রতিযোগীদের বিশ্লেষণী দক্ষতা, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং উপস্থাপনা দক্ষতা যাচাই করা হয়। গ্র্যান্ড ফিনালে পর্বে অংশগ্রহণকারী আটটি দল বাস্তবিক চ্যালেঞ্জের সমাধান উপস্থাপন করেন। পরে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সমাধানমূলক দক্ষতা, সৃজনশীল চিন্তাভাবনা এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেছেন।