জুমবাংলা ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মহিষের মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি। তবে গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫০ টাকা। প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে সাইনবোর্ড ঝুলিয়ে বিক্রি করলেও বিষয়টি স্থানীয় প্রশাসনের নজড়ে পড়েনি।
নীরব বাজার মনিটরিং কমিটিও। অথচ জেলার সরিষাবাড়ী, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও সদর উপজেলায় মহিষের মাংস প্রতি কেজি ৬০০ থেকে ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মহিষের মাংসের দোকানে সাইনবোর্ডে লেখা আছে ‘মহিষের গোস্ত প্রতি কেজি ৮০০ টাকা, আদেশ ক্রমে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিস’।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও বাজার মনিটরিং কমিটির সভাপতি অহনা জিন্নাত জানান, উপজেলা নির্বাহী অফিসারের অফিস থেকে গোস্তের দাম নির্ধারণ করে দেওয়া হয়নি। যে সাইনবোর্ড ঝোলানো হয়েছে তা-ও অবৈধ। যে বা যারা এ কাজ করেছেন তারা নিজ দায়িত্বে করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।