বুকের আকার ছোট, তাই বাদ পড়লেন রাধিকা

রাধিকা আপ্তে

বিনোদন ডেস্ক : ভিন্নধারার চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে। চরিত্রের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন অনায়াসে। তার কাছে অভিনয়টাই মুখ্য। সেকারণে কোনো রাখঢাক রাখেন না নিজের ভেতর। তবে ইদানিং সময়টা ভালো যাচ্ছে না রাধিকার। অভিনেত্রী হিসেবে তার যোগ্যতা নিয়ে সন্দেহ না থাকলেও বিস্ময়কর কারণে নতুন একটি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে তাকে।

রাধিকা আপ্তে

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, রাধিকার স্তনের আকার ছোট। ঠোঁটও তুলনামূলকভাবে কম মোটা। এই দুই কারণে তিনি বাদ পড়েছেন। কারণ, এখন দর্শক বড় স্তন আর সার্জারি করানো মোটা ঠোঁট দেখতে চান। রাধিকা অভিনয়ের দিকে সবসময় নজর দিয়েছেন। সার্জারির আশ্রয় নেননি কখনও। তবে এখনকার অভিনেত্রীরা প্রথম থেকেই সার্জারি করিয়ে নিজেদের সৌন্দর্য বাড়ান।

এ নিয়ে বেশ চটেছেন রাধিকা। তার ভাষায়, ‘আমাকে বলা হয়েছে, ওই মেয়েটা তোমার থেকে বেশি সেক্সি। তাই তার চাহিদাও বেশি। ভালো বিক্রি হবে। সিনেমাটি খুব ভালো ছিল। আমি যে ধরনের মানুষদের শ্রদ্ধা করি, তারাই সিনেমাটি বানাচ্ছিলেন।

কিছু মানুষকে আপনি আদর্শ ভাবতে শুরু করেন। তার কাছ থেকে শিখতে শুরু করেন। ধরেই নেন, তিনি হতাশাজনক কিছু বলবেন না। কিন্তু তাদেরও এই ধরনের মানসিকতা। আমি মনে করি, নারীদের হাতে ক্ষমতা এলে এগুলো ধীরে ধীরে পাল্টাবে।’

অভিনব কায়দায় বিশাল বড় বড় মাগুর মাছ ধরলো যুবক

নিজেকে সুন্দর করতে কখনও সার্জারির আশ্রয় নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন রাধিকা। সেজন্য যদি একের পর এক সিনেমা থেকে বাদও দেওয়া হয়, তবুও না। তিনি মনে করেন, সৌন্দর্যের থেকে অভিনয়টা জরুরি। সেটাই করে যেতে চান।