Advertisement
বিনোদন ডেস্ক : বলিউড তারকা অনন্যা পাণ্ডে সম্প্রতি ‘কফি উইথ করণ’ শোতে এসে তাঁর ক্যারিয়ারের শুরুর কঠিন অভিজ্ঞতা শেয়ার করেছেন। ট্রোলিং ও ব্যক্তিগত কটূক্তির শিকার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “সিনেমায় আসার পর থেকেই আমাকে শুনতে হয়েছে— আমার স্তন নেই, মসৃণ বুক।
এমনকি বলিউডের অনেক মানুষও আমার মুখের ওপর এসব বলেছে।”
এ ধরনের ট্রোলিং তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল বলে জানান অনন্যা। তবে পরিবার পাশে থাকায় তিনি মানসিকভাবে শক্ত থাকতে পেরেছেন।
চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা বলিউডে অভিষেক করেন করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ (২০১৯) ছবির মাধ্যমে। যদিও ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি, তবে অনন্যার অভিনয় নজর কাড়ে। এরপর ‘পতী, পত্নী অউর ওহ’, ‘গেঁহরাইয়া’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।