বিনোদন ডেস্ক : স্ট্র্যাপ-সাদা দরজার সামনে হিলহিলে উরফিকে দেখে জল্পনা তুঙ্গে। ঊর্ধ্বাঙ্গে কী আটকেছেন? এ কেমন সাজ? উরফিকে পর্ন ছবিতে কাজ করার পরামর্শ দিলেন অনেকেই। পেল্লাই দুই বন্ধ দরজা আকাশ ছুঁইছুঁই।
মাঝখানে সরীসৃপের মতো হিলহিল করছেন উরফি জাভেদ। পরনে কালো ঢিলেঢালা প্যান্ট। আপাত দৃষ্টিতে ঊর্ধ্বাঙ্গে কিছু নেই বলেই চলে। কিন্তু আছে। আর সেখানেই চমক! স্বচ্ছ সাদা ফুলের রাখি আটকে নিয়েছেন স্তনবৃন্তে। সূক্ষ্ম সুতোদুটো পিঠের দিকে গিয়েছে। কোথাও বাঁধা পড়েছে কি না, কে জানে। বাঁ দিকে স্তনের নীচে শোভা পাচ্ছে তাঁর কালো পাতা উল্কি।
চুল উড়ছে হাওয়ায়। কালো ঘোড়ার লেজের মতো ঝাপটা মারছে দরজার গায়ে। মাথায় গোঁজা স্বচ্ছ সাদা ফুল। যা দিয়ে ঢেকেছেন স্তনযুগল, সেই রাখির মতোই। সেই দেখে জল্পনা তুঙ্গে। বুকে ওগুলো কী? সেই সঙ্গে তীব্র মন্তব্যের ঝড় নেটদুনিয়ায়। কেউ কেউ ঘৃণায় মুখ বেঁকিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখছেন, “সবই তো হল, এ বার পর্ন ছবিতে কাজ করুন।”
যদিও উরফি কী করবেন, তিনিই জানেন। উরফির পোশাক ভাবনায় এর আগেও চমকপ্রদ জিনিসের ব্যবহার দেখা গিয়েছে। চটের বস্তা থেকে শুরু করে খবরের কাগজ, অ্যালুমিনিয়ামের তার, ছবি— সব কিছুই অঙ্গে তুলে দেখিয়েছেন তিনি।
মস্তিষ্কে এমনই নিত্যনতুন কিম্ভূত ফ্যাশন-ফন্দি, যা দিয়ে বার বার শিরোনামে আসেন তারকা। কিছু দিন আগে ক্যাসেটের ফিতেই জড়িয়ে নিয়েছিলেন গায়ে। সেই দেখে হাসাহাসি তো হলই, সঙ্গে প্রশংসাও এসেছিল বটে।
অনেকেই বললেন, “বেশ সৃজনশীল মানুষ!” তাতে সহমত হয়ে কয়েক জন বললেন, “সে আর বলতে, মাথা বটে ওঁর!” দিন কয়েক আগে এমনই এক বুদ্ধিদীপ্ত দুষ্টুমিতে ধরা দিয়েছিলেন উরফি। হাই হিলে ম্যারাথন দৌড়াবেন বলে ২০ মিটার দৌড়ে উদাহরণ দেন তিনি। বলে দেন, বাকিটাও এ ভাবেই দৌড়াতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।