আন্তর্জাতিক ডেস্ক : স্টার্টআপের জমানায় হরেক রকমের ব্যবসা করছে নতুন প্রজন্ম। আগে যেসব নিয়ে ভাবা যেত না, সেসব ধরনের নয়া সব উদ্ভাবনী চিন্তাভাবনাকে বাস্তবায়িত করছেন জেন নেক্সট। এমনই দু’জন হলেন সাফিয়া ও আদম রিয়াদ। বুকের দুধ দিয়ে গয়না তৈরি করে সবাইকে চমকে দিয়েছেন এই দম্পতি।
মায়ের দুধ খাওয়া শিশুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি শিশুর জন্য অমৃত। এই অমৃতকে স্মৃতিতে বাঁচিয়ে রাখতে তা অলঙ্কারে পরিণত করছেন সাফিয়া। শুনতে অদ্ভুত লাগলেও লন্ডনে তিন সন্তানের মা এই শিল্পকে ব্যবসায় পরিণত করেছেন।
লন্ডনভিত্তিক ম্যাজেন্টা ফ্লাওয়ার নামের একটি কোম্পানি মায়ের বুকের দুধ থেকে গয়না তৈরি করে কোটি কোটি টাকা মুনাফা করছে। ‘স্তনের দুধের গয়না’র এই ধারণাটি ফ্যাশন শিল্পেও বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ভারতেও এই ব্যবসা শুরু হয়েছে।
এই ভিন্ন ধরনের ব্যবসা শুরু করেছিলেন লন্ডনে বসবাসকারী তিন সন্তানের মা সাফিয়া রিয়াদ। সাফিয়া রিয়াদ প্রথমে নিজের দুধ থেকে গয়না তৈরি করতেন। এরপর ২০১৯ সালে সাফিয়া রিয়াদ ও তাঁর স্বামী আদম রিয়াদ এই সম্পর্কে আরও তথ্য ঘাঁটাঘাঁটি শুরু করেন। স্বামী-স্ত্রী দুজনে মিলে ম্যাজেন্টা ফ্লাওয়ারস নামে একটি কোম্পানি শুরু করেন।
ম্যাজেন্টা ফ্লাওয়ারস এখন এটি একটি পুরস্কার জয়ী কোম্পানিতে পরিণত হয়েছে। এখনও পর্যন্ত এই কোম্পানিটি বুকের দুধের তৈরি করা ৪০০০-এরও বেশি অর্ডার ডেলিভার করেছে। এটি একটি মা এবং সন্তানের মধ্যে অটুট বন্ধন এবং ভালবাসা লালন করতে সাহায্য করে এই ধরনের গয়না। তাই এটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের মধ্যে এই সংস্থাটি ১.৫ মিলিয়ন পাউন্ড অর্থাৎ ১৫ কোটি টাকার ব্যবসা করতে শুরু করবে। ‘দ্য মিরর’-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই দম্পতি কোথাও মায়ের দুধ থেকে তৈরি গয়না সম্পর্কে পড়েছিলেন, তারপরে দুজনেই এটি নিয়ে ব্যবসা করার সিদ্ধান্ত নেন। বুকের দুধ থেকে নেকলেস, কানের দুল এবং আংটি তৈরি করা যেতে পারে। একটি গহনা তৈরি করতে, ৩০ মিলি দুধের প্রয়োজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।