বিনোদন ডেস্ক : গান শোনা কিংবা দেখার বিষয় হলেও ইউটিউবে স্বল্প সময়ে সেই ভিডিওর অতিমাত্রা ভিউ স্বাভাবিক হলেও নাটকের জন্য সেটি খুব একটা স্বাভাবিক না। ৭৫ মিনিটের একটি নাটক বা টেলিছবি ৩ কোটি ভিউ পার করার অর্থ দাঁড়ায় নাটকটি দর্শকমহলে তুমুল জনপ্রিয়; সেটি আর বলার অপেক্ষা রাখে না।
বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে আরও একটি মাইলফলক ছুঁয়েছে ‘বুকের বা পাশে’। এরইমধ্যে ৩ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করলো টেলিছবিটি। নাটকের পাশাপাশি টাইটেল গানটি অল্প সময়েই দর্শকদের মন জয় করেছে। এমন সাফল্যে নাটকের পুরো টিমই বেশ উচ্ছ্বসিত। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই টেলিছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
এর আগে বাংলা নাটকের ইতিহাসে প্রথম ৩ কোটির মাইলফলক ছুঁয়েছে ‘বড় ছেলে’ নাটক। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘বুকের বা পাশে’।
নাটকটির নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, এটা সত্যি খুবই আনন্দের খবর যে এত এত দর্শক নাটকটি পছন্দ করেছেন। বড় ছেলে এবং বুকের বা পাশে- দুটি কাজই আমার এবং দুটি কাজই ইন্ডাস্ট্রিতে নতুন মাইলফলক সৃষ্টি করেছে; এটা এক অন্যরকম ভালো লাগা। এই অনুভূতিটা ভীষণ ভালো লাগার।
এখন প্রতিনিয়ত ইউটিউবে দর্শক বাড়ছে, কাজ দেখছে। এটা ইন্ডাস্ট্রির জন্য পজেটিভ দিক।
মেহজাবীন চৌধুরী বলেন, বড় ছেলে নাটকটি আমাদের ইন্ডাস্ট্রিতে একটি মাইলস্টোন বলা যায়। তার পাশাপাশি বুকের বা পাশে এবার নতুন একটা মাইলফলক স্পর্শ করেছে। আমি দুটো ভালো কাজের অংশ হতে পেরেছি-এটাই অনেক আনন্দের এবং ভালো লাগার। বুকের বা পাশে টিমের সবাইকে এবং সর্বোপরি সকল দর্শকের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। সবাই এভাবেই যেন ভালোবেসে বাংলা নাটককে সাপোর্ট করে যায়।
প্রসঙ্গত, ২০১৮ সালের মাঝামাঝি সময়ে ‘বুকের বা পাশে’ নাটকটি ইউটিবে অবমুক্ত করা হয়েছে। মিজানুর রহমান আরিয়ানের গল্প ও চিত্রনাট্যে নিশো-মেহজাবীন ছাড়াও এতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, সুষমা সরকার, শেলী আহসান প্রমূখ।
উল্লেখ্য, আসছে ঈদে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত তিনটি নাটক প্রচারিত হতে পারে বলে জানা যায়। এরমধ্যে ‘শুরুটাই সুন্দর’ নাটকে দেখা যাবে তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণকে এবং ‘সানরাইজ টু সানসেট’ নাটকে দেখা যাবে জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণকে। তৃতীয় নাটকটির নাম এখনও চূড়ান্ত হয়নি।
অন্যদিকে, ঈদে মেহজাবীন চৌধুরীকে দেখা যেতে পারে প্রায় দশটির মত নাটকে। নাটকগুলোতে তার বিপরীতে থাকবেন আফরান নিশো, জিয়াউল ফারুক অপূর্ব, ফারহান আহমেদ জোভান প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।