আন্তর্জাতিক ডেস্ক : ভারতবর্ষে লক্ষ লক্ষ মন্দির রয়েছে, এরই মধ্যে কিছু মন্দির রহস্যজনকভাবে বিখ্যাত হয়ে উঠেছে। রাজস্থানে (Rajasthan) এমনি একটি মন্দির রয়েছে যেখানে বুলেট বাইকের পূজা করা হয়। এটা শুনে অদ্ভুত লাগলেও পুরো ব্যাপারটি জানার পর আপনিও অবাক হয়ে যাবেন। এটি যোধপুর-পালি হাইওয়ে থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরটির নাম বুলেট বাবা মন্দির।
ঘটনা সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে পালি শহরের বাসিন্দা ওম বান্না (Om Banna) নামে এক ব্যক্তি বুলেট বাইক করে তার শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন। তবে দুর্ঘটনাবশত তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান। অনিয়ন্ত্রিতভাবে তার গাড়িটি একটি গাছে ধাক্কা মারলে তার মৃত্যু হয়। এরপর পুলিশ সেখানে পৌঁছালে তার বাইকটিকে থানায় নিয়ে আসে।
কিন্তু এরপর বাইকটি কোন রহস্যজনকভাবে থানা থেকে উধাও হয়ে যায় এবং সেই দুর্ঘটনাস্থলে পাওয়া গিয়েছিল। পুলিশ ভেবেছিল হয়তো কেউ এখানে নিয়ে এসেছে, তাই আবারও বাইকটিকে থানায় নিয়ে আসা হয়। তবে পরদিন সকালে আবারো একই ঘটনা ঘটে এবং এভাবে বেশ কয়েকবার চলতে থাকে।
পুলিশ এতে বিরক্ত হয়ে বাইকটিকে শিকল দিয়ে বেঁধে রাখে। তবে এতেও কোনো লাভ হয়নি, আবারও বাইকটিকে সেখানেই পাওয়া যায় যেখানে ওম বান্নার মৃত্যু হয়েছিল। এরপর থেকে স্থানীয় এবং পুলিশেরা এই ঘটনাটিকে অলৌকিক বলে মনে করেন।
এরপর সেখানকার লোকজন ও পুলিশ মিলে বুলেট বাইকটিকে দুর্ঘটনাস্থলে স্থাপন করে। তবে ওই জায়গায় বাইক স্থাপন করার পর, আর কোনও ঘটনা ঘটে নি। এরপর স্থানীয়রা ওই বুলেট বাইকের পূজা করা শুরু করে এবং ওই একই স্থানে একটি মন্দির নির্মাণও করা হয়। এখন দূর-দুরান্ত থেকে অনেক মানুষ এই মন্দিরে পূজা করতে আসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।