আন্তর্জাতিক ডেস্ক : রেসলিং বা কুস্তি প্রতিযোগিতা একটি নির্দিষ্ট স্থানে হয়ে থাকলেও এবার বুলেট ট্রেনে বসে সেই প্রতিযোগিতা দেখার সুযোগ হয়েছে জাপানি নাগরিকদের। জাপানে ঘণ্টায় ২৯০ কিলোমিটার গতির নজোমি শিনকানসেন নামের একটি বুলেট ট্রেনে সোমবার (১৮ সেপ্টেম্বর) এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। দ্য জাপান নিউজের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে স্কাই নিউজ।
প্রতিবেদনে বলা হয়, জাপানে ২৯০ কিলোমিটার গতির নজোমি শিনকানসেন বুলেট ট্রেনে রেসলিংয়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ লড়াইটি চলার সময় ট্রেনটি টোকিও থেকে নাগোয়া যাচ্ছিল। সানশিরো তাকাগির ও মিনোরু সুজুকির মধ্যে এ লড়াই হয়। ডিডিটি প্রো-রেসলিং এই ইভেন্টের আয়োজন করেছিল। এই ইভেন্টের জন্য পুরো ট্রেনটি ভাড়া নেয়া হয়েছিল। প্রতিযোগিতাটি দেখার জন্য ৭৫ আসনের এই ট্রেনের সবগুলো টিকিট আধ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যায়।
তবে, ডিডিটি প্রো-রেসলিং দলটি এবারই এরকম উদ্ভট স্থানে প্রতিযোগিতার আয়োজন করেনি। এর আগেও জাপানের একটি বইয়ের দোকান এবং একটি ক্যাম্পসাইটে এরকম প্রতিযোগিতার আয়োজন করেছিল।
বুলেট ট্রেনে হওয়া ৩০ মিনিটের এ লড়াইয়ে মিনোরু সুজুকি জয়ী হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।