জুমবাংলা ডেস্ক : আবহাওয়া ও মাটি আখ চাষের উপযোগী হওয়ায় বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চরডাকাতিয়া গ্রামের বাসিন্দারা এবার আখ চাষ শুরু করেছেন। আখ চাষে খরচ কম হওয়ায় লাভবান হবে বলে আশা করছেন চাষিরা।
সরেজমিনে দেখা যায়, বলেশ্বরের জেগে ওঠা চরের জমিতে এ বছর ব্যাপকভাবে আখের আবাদ করা হয়েছে। চাষিরা বর্তমানে আখ খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
আখ চাষি যতিশ হীরা বলেন, ১৭ শতাংশ জমিতে আখ চাষ করেছি। ফলনও বেশ ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আশানুরূপ ফলন পাবেন বলে আশা করছি।
আখ চাষি জিতেন ডাকই বলেন, ৩৩ শতক জমিতে আখ চাষ করেছি।ফলন ভালা হয়েছে। এখন বাজার ভালো থাকলে লাভবান হবো হলে আশা করছি।
উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস বলেন, চলতি মৌসুমে চরবানিয়ারী এলাকায় আখের চাষ হয়েছে। অন্য এলাকার চেয়ে এখানকার মাটি আখ চাষের উপযোগী। ফলন ভালো হলে প্রতি হেক্টর জমি থেকে ৭ থেকে ৮ লাখ টাকার আখ বিক্রি করা সম্ভব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।