স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে বল হাত দুর্দান্ত সময় পার করছেন জাসপ্রিত বুমরাহ। ভারতের পেস বোলিং লাইন আপের শক্তির অন্যতম উৎস তিনি। বুমরাহর দুর্দান্ত এই বোলিংয়ের পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে তার অদ্ভূত বোলিং ডেলিভারি।
ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত একই বোলিং অ্যাকশনে বল করে যাচ্ছেন বুমরাহ। তবে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে বোলিংয়ের সময় ধরা পড়ে এমন এক দৃশ্য যেটা সব বোলারদের জন্যই বিভীষিকার মতো।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী বল ডেলিভারির সময় কোনো বোলারের কনুই সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যাবে। এর এক ডিগ্রিও যদি বেশি বাঁকে তাহলে সেই বোলারের বোলিং অ্যাকশন নিষিদ্ধ করার বিধান রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ম্যাচের পর একটি ছবি ভাইরাল হয়। সেটিতে খালি চোখেই দেখা যাচ্ছিল ডেলিভারির সময় বুমরাহর কনুই ১৫ ডিগ্রির চেয়ে বেশ খানিকটা বেশি বেকেছে। আর তাতেই ক্রিকেটপ্রেমী, ক্রিকেট বোদ্ধা সকলের প্রশ্নবাণ গিয়ে ঠেকে বুমরাহর দিকে।
টুইট করা সেই ছবিতে বেশিরভাগ কমেন্ট ছিল, আইসিসির উচিত বিষয়টি খতিয়ে দেখা। সর্বোচ ১৫ ডিগ্রি বাকানোর নিয়ম থাকলেও বুমরাহর কনুই আরও বেশি বাকায় বোলিংয়ের সময়। ওর এই অ্যাকশন নিষিদ্ধ করা উচিত। আইসিসির দৃষ্টি আকর্ষণ করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।