আন্তর্জাতিক ডেস্ক : দুবাইয়ে শিগগিরই দেখা যাবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম ভবন। আরব আমিরাতের বেসরকারি রিয়েল এস্টেট ডেভেলপার আজিজি ডেভেলপমেন্টস বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন ‘বুর্জ আজিজি’ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে, এই ভবনটির নির্মাণ কাজ শুরু হয়েছে। এটি দুবাইয়ের শেখ জায়েদ রোডে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে হবে। দুবাইয়ের রিয়েল এস্টেট ফার্ম আজিজি ডেভেলপমেন্টস এ ঘোষণা দেয়।
১.৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বুর্জ আজিজি আগামী চার বছরের মধ্যে ২০২৮ সালে শেষ হবে বলে আশা প্রকাশ করেছে রিয়েল এস্টেট কোম্পানিটি।
ভবনটিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, পেন্টহাউস, একটি ৭ তারকা হোটেল, শপিং মল, বিলাসবহুল ফাইন ডাইনিং রেস্তোঁরা এবং দুবাইয়ের দৃশ্য দেখার জন্য একটি পর্যবেক্ষণ ডেক থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।