বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ১-২টি নয়। চলতি বছরের ডিসেম্বরে প্রায় ৫টি গ্রহাণুর পৃথিবীর নিকট দিয়ে চলে যাবে বলে জানাচ্ছেন পর্যবেক্ষকরা। সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে বেরিয়ে গিয়েছে। সেই তালিকায় যোগ হতে চলেছে আরও বেশ কয়েকটি গ্রহাণু।
গ্রহাণুটি প্রায় ১৯ মিটার লম্বা। এর গতিও অনেক। প্রায় ৯ কিলোমিটার প্রতি সেকেন্ড। এর মধ্যে কিছু গ্রহাণুর আকার ৮৪ মিটারের হতে পারে। আবার কিছু কিছু ১.৩ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
ডিসেম্বরেই পৃথিবীর দিকে ধেয়ে আসছে আইফেল টাওয়ারের আকারের বিশাল গ্রহাণু!। 2018 AH গ্রহাণুটি আকারে তাজমহলের থেকেও বড়। আগামী ২৭ ডিসেম্বর পৃথিবীর কাছ দিয়ে এটি বেরিয়ে যাওয়ার কথা।
অন্যদিকে 2017 AE32017 AE3 গ্রহাণুটি ২৯ ডিসেম্বর পৃথিবী থেকে ৩১ লক্ষ কিলোমিটার দূরত্ব দিয়ে বেরিয়ে যাবে। সংখ্যার হিসাবে এই দূরত্ব অনেক বেশি মনে হতে পারে। তবে মহাকাশবিজ্ঞানের নিয়ম অনুযায়ী এমনটা মোটেও নয়।
গা ঘেঁষে বলাটা মোটেও অত্যুক্তি নয়। জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে ‘কাছাকাছির’ পরিমাপ অনেকটাই বেশি। পৃথিবী থেকে ১৯.৪ কোটি কিলোমিটার দূরত্ব পর্যন্ত যে কোনও গ্রহাণু বা অন্যান্য ছোট সৌরজাগতিক বস্তুকে পৃথিবীর নিকটবর্তী বস্তু হিসাবে বিবেচনা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।