বাসের জানালা খুলে মাংস দেখাতেই ছুটে এলো বাঘ, তারপর যা ঘটলো

বাঘ

আন্তর্জাতিক ডেস্ক : বাসের জানালা খুলে এক টুকরো মাংস দেখালেন চালক। তা দেখে ছুটে এল বাঘ। বাঘকে নিজের হাতে করে কিছু খাওয়াবেন বলে কখনও কাছে ডেকেছেন? ভাবছেন, এত সাহস কারও আছে নাকি! ঠিক এমনই অসাধ্যসাধন করেছেন এক ব্যক্তি।

বাঘ

জঙ্গলঘেরা রাস্তায় বাস দাঁড় করালেন চালক। তার পর জঙ্গলে একটি বাঘকে দেখে খাবারের প্রলোভন দেখিয়ে কাছে ডাকলেন। বাস চালকের হাতে এক টুকরো মাংস দেখে লোভ সামলাতে পারল না বাঘটিও। সঙ্গে সঙ্গে ছুটে এল সে। তার পর?

বাস থেকে অবশ্য নামেননি চালক। সেই দুঃসাহস তিনি না দেখাননি। বাসের জানলার কাছ কিছুটা খুলে সেখান দিয়েই বাঘটির মুখে এক টুকরো মাংস খাইয়ে দিলেন ওই ব্যক্তি। তার পর বাঘটিকে তাড়ালেন। সঙ্গে সঙ্গে বাসের জানলাও বন্ধ করে দিলেন।

ঘর থেকে তেলাপোকা দূর করবে তেজপাতা

এমনই এক ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। বাঘকে এ ভাবে ডেকে মাংস খাওয়ানো দেখে চক্ষু চড়কগাছে অনেকের।