স্পোর্টস ডেস্ক : ঈদে ঘরমুখো মানুষের ঢল রাস্তায়। জীবনের ঝুঁকি নিয়ে ঘরে ফিরছে মানুষ। কিন্তু দূরপাল্লার বাসগুলো নিয়ে যত ভয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রাস্তায় যান চলাচলের এক ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, মহাসড়কগুলোতে বাসের প্রতিযোগিতা। রাস্তা ছেড়ে দিয়ে ইমার্জেন্সি রোডে একটি বাইক।
মহাসড়কে বাস ও বাইকারদের এমন অবস্থা দেখে চিন্তিত রুবেল। মূলত ঈদের খুশি ভাগাভাগি করতে ঘরে ফেরা মানুষগুলো যাতে নিরাপদে যেতে পারে এবং কোনো সড়ক দুর্ঘটনা না ঘটে, সে কথায় ভাবছেন এই তারকা।
পোস্ট করা ছবির ক্যাপশনে রুবেল লেখেন, ‘এই হলো মহাসড়ক গুলোর অবস্থা। কতোটা নিরাপদ বাইকারদের জন্য ভেবে দেখেন। রাস্তা ছেড়ে পাশের ইমারজেন্সি রোডে বাইক নামাইতে হইছে। বাস ড্রাইভাররা বাইকারদের দেখেও দেখে না।’
বাইকে করে যারা ঈদে বাড়ি যাচ্ছেন তাদের সতর্ক করে তিনি আরও লেখেন, ‘ঈদে যারা বাইকে করে বাড়ি যাবেন, সতর্কতার সাথে যাবেন। মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।