জুমবাংলা ডেস্ক : দেশের সব মহানগরের বাসে সপ্তাহে সাত দিনই শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় বাসে যাতায়াত করতে পারবেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম এক সেমিনারে এ ঘোষণা দেন। তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য দুটি শর্তের কথাও জানান তিনি। শিক্ষার্থীদের ইউনিফর্ম বা আইডি কার্ড থাকা লাগবে।
বর্তমানে সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীরা হাফ ভাড়ায় বাসে যাতায়াত করতে পারেন। এছাড়া সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকা এই সুবিধা বর্ধিত হয়েছে ভোর ৬টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত।
এর আগে গতকাল রবিবার (২২ সেপ্টেম্বর) নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বায়ক আব্দুল্লাহ মেহেদি দীপ্ত জানিয়েছিলেন- ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) এর সাথে একটি যৌথ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ২০২৪ এর গণআন্দোলনে শিক্ষার্থীদের বিশেষ অবদানের প্রতি ধন্যবাদ জানাতে এসব গৃহীত সিদ্ধান্তসমূহ উপস্থাপন করা হবে।
সিদ্ধান্তগুলো হচ্ছে—
১. ২৪ সেপ্টেম্বর থেকে সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে পাঁচ দিনের স্থলে সাত দিন কার্যকর হবে।
২. হাফ পাসের জন্য অবশ্যই শিক্ষার্থীকে ইউনিফর্ম পরিহিত অথবা শিক্ষার্থীর পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
৩. এই সিদ্ধান্ত শুধু মেট্রো এলাকায় কার্যকর থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।