৪র্থ পর্ব: ছোট ও মাঝারি ব্যবসার SEO টেকনিক

ছোট ও মাঝারি ব্যবসার SEO টেকনিক

ছোট ও মাঝারি ব্যবসার SEO টেকনিক

আপনি যদি ছোট ও মাঝারি মানের ব্যবসা ভালোভাবে চালিয়ে যেতে চান তাহলে আপনার অনলাইন সাইটের SEO পারফরম্যান্স ভালো থাকতে হবে, বিশেষ করে স্থানীয় পরিবেশে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শক্তিশালী অবস্থায় থাকা উচিত। এটাকে ইংরেজিতে Local SEO বলে। এর সুবিধা হচ্ছে আপনার অঞ্চলের বাসিন্দারা যখন অনলাইনে সার্চ দিবে তখন আপনার ব্যবসার নাম ও তথ্য তালিকার উপরের দিকে থাকবে। এতে আপনার ব্যবসার সমৃদ্ধি হবে। SEO পারফরম্যান্স যেনো ভালো হয় সেজন্য আজকের ৪র্থ পর্বে কিছু টিপস ও টেকনিক নিয়ে এ নিবন্ধে আলোচনা হবে।

যেসকল থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করে আপনি রিভিউ সেবা প্রসারিত করতে পারেন:

  • ইয়েল্প
  • ট্রিপ অ্যাডভাইজার
  • ইয়েলোপেজ
  • বেটার বিজনেস ব্যুরো
  • মানতা
  • অ্যাঞ্জিস লিস্ট
  • ফোর স্কোয়ার
  • ফেসবুক

গ্রাহকদের হাতে সরাসরি পোস্টকার্ড দেওয়ার মাধ্যমে রিভিউ সংগ্রহ করতে পারেন।  তাদের ফিডব্যাক ব্যবহার করে আপনি ব্যবসার সমৃদ্ধি ঘটাতে চেষ্টা করবেন।

ছোট ও মাঝারি ব্যবসার SEO টেকনিক

আপনার স্থানীয় যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানভিত্তিক ওয়েবসাইট আছে তারা যেনো আপনার ব্যবসার বিষয়বস্তু নিয়ে লেখালেখি করতে আগ্রহী হয় এজন্য পদক্ষেপ নিতে হবে।

কয়েক বছর আগে ‘near me search query’ বেশি জনপ্রিয় ছিলো। এর মাধ্যমে স্থানীয় ভালো মানের হোটেল, রেস্টুরেন্ট, ফার্মেসি ইত্যাদির খোঁজ পাওয়া যেতো। অনলাইনে সার্চ ইঞ্জিনের মাধ্যমে মানুষ সার্চ দিয়ে স্থানীয় সেবা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য নিতো। বর্তমানে কিছুটা কমলেও এখনও মানুষ এ বিষয়ে সার্চ দেয়। কাজেই search query তে আপনার ব্যবসার নাম যেনো শক্তিশালী পর্যায়ে থাকে সেদিকে খেয়াল রাখুন।

আপনি যেনো নিয়মিত লোকাল কন্টেন্ট তৈরি করতে পারেন সেজন ওয়েবসাইটে ব্লগ পোস্ট দেওয়ার ফিচার যোগ করুন। স্থানীয় সংবাদ ও গুরুত্বপূর্ণ ঘটনা যা মানুষ পড়তে চায় ও জানতে চায় সে সম্পর্কে লিখতে থাকুন। মানুষ তা সোশাল মিডিয়ায় শেয়ার করবে। এভাবে স্থানীয় পর্যায়ে ব্যবসার সমৃদ্ধি ঘটবে। মানুষ অনলাইন আপনার কথা বেশি শুনেছে ও জেনেছে বিধায় আপনার ব্যবসার উপর তাদের আস্থা বাড়বে।

আরও পড়ুন-

১ম পর্ব: ছোট ও মাঝারি ব্যবসার SEO টেকনিক

২য় পর্ব: ছোট ও মাঝারি ব্যবসার SEO টেকনিক

৩য় পর্ব: ছোট ও মাঝারি ব্যবসার SEO টেকনিক