ধামরাই প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে র্যাব সদস্য পরিচয়ে প্রাইভেটকারে তুলে এক ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী এনামুল হক ধামরাই থানায় লিখিত অভিযোগ করেছেন।
এনামুল জানান, বুধবার সকালে কালামপুর ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে মোটরসাইকেলে চাচা শফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বরাটিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে একটি প্রাইভেটকার তাদের গতিরোধ করে। গাড়ি থেকে নেমে আসা চার ব্যক্তি র্যাব পরিচয় দিয়ে তাদের হাতকড়া পরিয়ে গাড়িতে তোলে।
ভুক্তভোগীর অভিযোগ, গাড়িতে তুলে হাত ও চোখ বেঁধে মারধর করা হয় এবং একপর্যায়ে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে সুতিপাড়া এলাকায় ফাঁকা স্থানে নামিয়ে দেওয়া হয়। এ সময় তাঁদের গুলি করার হুমকিও দেওয়া হয়।
ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ ঘেঁটে পুলিশ জানতে পারে, ছিনতাইয়ে ব্যবহৃত গাড়ির নম্বর ঢাকা মেট্রো-খ-৪৭-৭৩৪৩। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।