জুমবাংলা ডেস্ক : কলকাতার নিউমার্কেট এলাকাকে বাংলাদেশি পর্যটকবান্ধব করতে স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে গুরুত্বপূর্ণ উদ্যোগ। বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা, সার্বক্ষণিক অভিযোগকেন্দ্র ছাড়াও সব ধরনের পরিষেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার পদক্ষেপ নিয়েছেন সংশ্লিষ্টরা।
মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকার গুরুত্বপূর্ণ যে কয়েকটি রাস্তা রয়েছে, এর মধ্যে সদর স্ট্রিট, রফি আহমেদ কিঁদয় স্ট্রিট, মার্কুইস স্ট্রিট অন্যতম। এসব রাস্তার দুই ধারে রয়েছে অসংখ্য আবাসিক হোটেল, রেস্টুরেন্ট- বিপনীবিতান সহ প্রসাধনীর দোকান।
প্রতিনিয়ত নানা কাজে কলকাতায় আসা বাংলাদেশিরা ছোটেন এদিক থেকে সেদিক। অনেক সময় হারান বাজার করে আনা ব্যাগ। কিংবা পকেট থেকে পরে যায় মোবাইল; মূল্যবান জিনিস-অথবা খোয়া যায় পাসপোর্ট-চিকিৎসার গুরুত্বপূর্ণ কাগজপত্র। এর মধ্যে কলকাতায় বেড়াতে আসা বাংলাদেশিদের পাসপোর্ট হারানোর সংখ্যাই সবচেয়ে বেশি।
বিড়ম্বনা এড়াতে এবার এলাকা মুড়ে দেয়া হয়েছে সিসি ক্যামেরায়। বাড়ানো হয়েছে নজরদারি। অভিযোগের জন্য বসানো হয়েছে অভিযোগ কেন্দ্র। এতে দারুণ খুশি বাংলাদেশি পর্যটকরা।
স্থানীয় ব্যবসায়ী নেতা মনতোষ সরকার বলেন, পুরো এলাকাকে আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। যাতে কোনোরকম সমস্যা না হয়। এবং তারা ভালোভাবে থাকতে পারে এবং এই জায়গাটাকে এনজয় করতে পারে।
শ্যামলী পরিবহন কলকাতার কর্ণধার অবণী ঘোষ বলেন, সকল যাত্রী সাধারণের নিরাপত্তার জন্যই সিসি ক্যামেরা বসানো হয়েছে।
ভারতের নিরাপদ শহরের মধ্যে কলকাতা সবার শীর্ষে অবস্থান করছে। এমনিতেই এই শহরে চুরি কিংবা ছিনতাইয়ের কোন ঘটনা ঘটে না। তবুও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করতে চান না পুলিশসহ স্থানীয় ব্যবাসীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।