Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচিতে শারিয়া ফয়সাল নামে একটি ব্যস্ত সড়কে সিংহকে হেঁটে বেড়াতে দেখা গেছে। সিংহটির হাঁটাহাঁটির দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এতে দেখা যায়, প্রাণীটি তার আপন মনে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। দৃশ্যটি দেখে তাৎক্ষণিকভাবে লোকজন হতভম্ব ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। তবে কিছুক্ষণ পর কর্তৃপক্ষ প্রাণীটিকে খাঁচায় বন্দি করতে সক্ষম হয়।
দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিবহণের সময় একটি গাড়ি থেকে পালিয়েছিল সিংহটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।