আবির হোসেন সজল : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট ১ ( হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ইতোমধ্যে ভোটের প্রচার,প্রচারণা শুরু করেছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা নিচ্ছেন নির্বাচনি প্রস্তুতি। এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশে ব্যস্ত সময় পার করছেন রাজনীতিক দলগুলো ।
এদিকে সাধারণ জনগন আগের সংসদ নির্বাচনগুলোকে শুধু সরকার বা দায়িত্ব পরিবর্তনের একটা আনুষ্ঠানিতকতা মাত্র বলে মনে করছেন। তবে, নির্দলীয় প্রার্থী হতে কেউ আগ্রহ প্রকাশ করছেন না। এ কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবৈধ টাকার ছড়াছড়ি বন্ধের বিষয়টি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী তাদের একক প্রার্থী চূড়ান্ত করছেন। এরপর থেকেই ভোটের মাঠ গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। তবে বিএনপির সম্ভাব্য প্রার্থী কে হবে- তা এখনো চূড়ান্ত হয়নি । এ কারণে একাধিক সম্ভাব্য প্রার্থীর কোথাও কোথাও প্রচারণা দেখা গেছে।
এদিকে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এখনো গুছিয়ে উঠতে পারেনি। এ কারণে তাদের রাজনৈতিক তৎপরতা তেমন চোখে পড়েনি।
লালমনিরহাট-১ এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বর্তমানে মাঠে ব্যাপক গণসংযোগ করছেন। তিনি বলেন, বিএনপির তৃণমূল থেকে জেলা ও কেন্দ্রীয় সব কর্মসূচিতে অংশ নিয়ে আসছি। হাতীবান্ধা ও পাটগ্রামের তৃণমূলের সাধারণ জনগনকে আইনি সহযোগিতা দিয়ে আসছি।
রাজিব প্রধানের পাশাপাশি বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সদস্য ও সুপ্রিম কোর্টের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সিনিয়র সহ-সম্পাদক ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারীও ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। তিনি বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলাম। প্রাথমিকভাবে মনোনয়নও পেয়েছিলাম। আমার পরিবারের প্রায় সব সদস্য আওয়ামী লীগের মামলায় গ্রেপ্তার হয় । এবার আমি সংসদ সদস্য নির্বাচিত হলে যারা বিগত স্বৈরাচারী আমলে জেল-জুলুমের শিকার হয়েছে। তাদের প্রতি যেন অবিচার না হয় তা নিশ্চিত করব।
এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গ্রিন সিগন্যাল পেয়ে মাঠে সক্রিয় রয়েছেন দলটির ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য এবং দলের শিল্প ও বাণিজ্য বিভাগের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু। প্রতিদিনই তিনি হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। সমাজসেবক, তরুণ উদ্যোক্তা আনোয়ারুল ইসলাম রাজু তার কাজের মাধ্যমে এলাকার মানুষের আস্থা কুড়িয়েছেন। এর আগেও করোনা মহামারির সময় তিনি অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী নিয়ে বাসায় বাসায় পৌঁছে দিয়েছেন। এসব কারণে এ আসনে তাকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। আনোয়ারুল ইসলাম রাজু জানান, তার স্বপ্ন অসহায় মানুষকে নিয়ে কাজ করার।
ইসলামি আন্দোলন বাংলাদেশ এর লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মুফতি ফজলুল করিম শাহরিয়া। তিনি লালমনিরহাট ১ আসনে হাত পাখা মার্কা নিয়ে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দিতা করবেন।
মুফতি ফজলুল করিম শাহরিয়া নির্ভীক উচ্চারণ, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান ও ইসলামী চেতনাসম্পন্ন কলমচর্চার স্বীকৃতিস্বরূপ তাঁকে প্রতিবাদী কবি ও কলামিস্ট হিসেবে সুনাম অর্জনের পাশাপাশি ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তিনিও বসে নেই, প্রতিটি ইউনিয়নের বিভিন্ন হাটবাজার,পাড়া-মহল্লার লোকজনের সঙ্গে সাক্ষাৎ করছেন। তাদের দুঃখ-কষ্টের কথা শুনছেন এবং তার সাধ্য অনুযায়ী সমাধানের চেষ্টা করছেন।মুফতি ফজলুল করিম শাহরিয়া জানান এলাকার স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও বেকারদের কর্মসৃষ্টি করতে কাজ করতে চান তিনি। তিস্তা নদীর ভাঙনরোধ করে এই অঞ্চলের মানুষের ভোগান্তি দূর করে তাদের অর্থনৈতিক উন্নয়ন করবেন তিনি। পাশাপাশি তিনি মাদকমুক্ত সমাজ গঠন করতে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপি, জামায়াতের ও ইসলামি আন্দোলন নেতাদের রাজনীতির মাঠে সরব উপস্থিতি দেখা গেলেও নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনপিসি) তৎপরতা চোখে পড়েনি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।