তবে কী এবার যশ-নুসরাতের সংসারে বাজছে অশান্তির সুর? নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা দম্পতি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। তাদের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হলেও, সেসবে খুব একটা পাত্তা দেন না তারা। তবে সম্প্রতি নেটদুনিয়া ভাইরাল একটি ভিডিও দেখে নেটিজেনদের ধারণা, তাদের মধ্যে মান-অভিমান চলছে। আর এতেই রীতিমতো চর্চায় বসে গেছেন ভক্তরা।

যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান

তবে কী এবার যশ-নুসরাতের সংসারে বাজছে অশান্তির সুর? এমন প্রশ্নে যেন রহস্যের জট বাঁধছে নেটিজেনদের মনে।

ওই ভিডিওতে দেখা যায়, রিহার্সেল শেষ করে বের হচ্ছেন দুজন। কিন্তু যশের মুখে চোখে বিরক্তির ভাব স্পষ্ট। এমনকি নুসরাতের মুখেও বিষণ্নতার ছাপ। বেশ কিছুক্ষণ ধরে দু’জনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। নুসরাতের দিকে যেন একবারও তাকালেন না যশ। আর সেটাই চোখ এড়ায়নি নেটিজেনদের।

মূলত এরপরেই টিজেনদের জন্ম নিয়েছেন নানান প্রশ্নের। তবে কি যশ-নুসরাতের সংসারে অশান্তি চলচ্ছে? কেনই বা পাপারাৎজিদের দেখে সবটা এড়িয়ে গেলেন তারা?

এদিকে নেটদুনিয়ায় চর্চার পাশাপাশি অনেকেই যশ-নুসরাতের পক্ষে কথা বলেছেন।

বেশ কয়েকজন নেটিজেন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়াটাই ভীষণ স্বাভাবিক। এ নিয়ে এতো অহেতুক চিন্তার কিছু নেই।

প্রতিদিনের এই ৩ ফলেই ত্বক-চুলে ফিরবে লাবণ্য

অন্যদের দাবি, ঝগড়া নয়, হয়তো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন তারা। আর ক্যামেরা দেখলেই যে সবসময় হাসতে হবে এমনটা তো কোথাও লেখা নেই।

প্রসঙ্গত, ২০২১ সালে নিখিল জৈনের সঙ্গে বিবাহবিচ্ছেদ করে যশের সঙ্গে থাকতে শুরু করেন নুসরাত। তাদের সংসারে এক সন্তানও রয়েছে।