হাজারো নারী ভক্তদের কাঁদিয়ে বিয়ের পিঁড়িতে জায়েদ খান!

জায়েদ খান

বিনোদন ডেস্ক : ঢালিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ জায়েদ খান। এই তারকার বিয়ে নিয়ে আগ্রহের শেষ নেই তার ভক্তদের। বেশ কয়েকবারই তিনি জানিয়ছেন, অসংখ্য নারী ভক্ত নাকি তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন।

জায়েদ খান

সম্প্রতি বিয়ের গুঞ্জন ছড়িয়েছে জায়েদের। তবে তার বিয়ের খবর সত্যি হলে মন ভাঙবে অনেক নারীর। সামাজিক যোগাযোগমাধ্যমে জায়েদের বিয়ের খবরটি জানিয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। আর এতেই শোরগোল বেধেঁছে নেটদুনিয়ায়।

ফেসবুকে জায়েদের সঙ্গে দুটি ছবি শেয়ার করেছেন জয়। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘অসাধারণ পরিবর্তন। মুগ্ধ আমি। জায়েদের কিন্তু বিয়ে হয়ে গেছে।’

শাহরিয়ার নাজিম জয় ও জায়েদ খান
শাহরিয়ার নাজিম জয় ও জায়েদ খান

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকটাই ছড়িয়ে পড়েছে জায়েদের বিয়ের খবর। এরপরই পোস্টের মন্তব্যের ঘরে তাকে শুভকামনা জানাচ্ছেন অনেকেই। কারও মতে, প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন। আবার কারও মতে, এক চিত্রনায়িকাই হয়েছেন তার ঘরণী। অনেকেই আবার বিষয়টিকে ‘মজা’ হিসেবে নিয়েছেন।

বিয়ষটির সত্যতা জানতে চাইলে গণমাধ্যমে জায়েদ বলেন, ‘ধুর! ফাঁকা আওয়াজ।’ পরে তিনি আরও বলেন, ‘আলোচনায় থাকতে এগুলো। খামাখা।’

খোলামেলা পোশাকে বিতর্কিত মুনমুন, মা সুচিত্রার প্রতিক্রিয়া কী ছিল?

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই বিভিন্ন দেশে যাচ্ছেন জায়েদ। অংশ নিচ্ছেন স্টেজ পারফর্মেন্সে। মে মাসের শেষ সপ্তাহেই লন্ডনে শো আছে তার। এ ছাড়া ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে নগদের জন্য করা তার বিজ্ঞাপনও রয়েছে বেশ আলোচনায়।