তবে কি অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ?

অভিষেক-ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : বলিউডের তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। লম্বা সময় ধরে চর্চায় আছে তাদের দাম্পত্য জীবন। রাই সুন্দরীর মন উঠে গেছে বচ্চনদের ওপর থেকে। অভিষেক ও তার পথ বেঁকে যাচ্ছে দুদিকে। এবার সে আগুনে ঘি ঢেলে দিল একটি ভিডিও। যেখানে অভিষেককে বলতে শোনা গেছে, তিনি আর থাকছেন না ঐশ্বরিয়ার সঙ্গে।

অভিষেক-ঐশ্বরিয়া

ওই ভিডিওতে দেখে গেছে এক মুখ দাড়ি-গোঁফে ঢাকা অভিষেককে। তাকে বলতে শোনা গেছে, ঐশ্বরিয়ার সঙ্গে আমার বিচ্ছেদ নিয়েই কথা বলতে বসেছি। আমরা ঠিক করেছি, এবার আমাদের বিচ্ছেদের পথে হাঁটাই ভালো। গত কয়েক বছর ধরে এই ধরনের গুঞ্জন আমাদের তাড়া করে ফিরেছে। গত কয়েক বছর আমরা ভালো কাটাইনি! তার পরেই এই জুলাইয়ে আইনি বিচ্ছেদের সিদ্ধান্ত নিই।

তবে মেয়ে আরাধ্য বচ্চন কার কাছে থাকবে তা নিয়ে কোনো কথা বলতে শোনা যায়নি অভিষেককে। অনেকের ধারণা মায়ের কাছেই থাকবে কিশোরী আরাধ্য। কেননা সারাক্ষণ এমনিতেই তাকে ঐশ্বরিয়ার সঙ্গে দেখা যায়।

তবে ভিডিওটি আসলেই অভিষেকের কি না তা এখনো যাচাই করা হয়নি। অনেকের ধারণা এটি ডিপফেক ভিডিও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআইয়ের মাধ্যমে করা হয়েছে। ভিডিওটি খুব একটা পুরনো না দেখে কেউ কেউ ভাবছেন ঘটনাটি সত্য।

যে কারণে শাহরুখের সঙ্গে ছবি করতে রাজি হননি রাবিনা

যদিও সত্য-মিথ্যার ধার ধারার সময় নেই নেটাগরিকদের। সামাজিক মাধ্যমে প্রকাশের সঙ্গে সঙ্গে নড়েচড়ে উঠেছেন তারা। যে যার মতো শেয়ার দিচ্ছেন। ফলে ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে ভিডিওটি।