স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন রাজস্থান রয়্যালসের ডানহাতি ওপেনিং ব্যাটার জস বাটলার। সেই ফর্মের ধারাবাহিকতায় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রেকর্ড সেঞ্চুরি হাঁকিয়ে দলকে বিশাল সংগ্রহ এনে দিয়েছেন এ ইংলিশ তারকা।
তার খেলায় মুগ্ধ হয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ভারতীয় কমেন্টেটর হার্শা ভোগলে বলেন, হোয়াট অ্যা প্লেয়ার, দ্যাট ওয়াজ সাম ইনিংস। জস বাটলার! বেস্ট ওপেনিং ব্যাটার ইন টি-টোয়েন্টি ক্রিকেট।
মুম্বাইয়ের ব্রাবোর্ণে বাটলারের শতকে কলকাতার বিপক্ষে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে রাজস্থান রয়্যালস। কলকাতার বিপক্ষে চলতি মৌসুমে নিজের দ্বিতীয় শতক তুলে নিলেন বাটলার। আইপিএলে এটি এই ইংলিশ ক্রিকেটারের তৃতীয় শতক। বাটলারের শতকে রাজস্থান নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করেছে ৫ উইকেটে ২১৭ রান। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২১৬ রান করেছিল চেন্নাই সুপার কিংস। প্যাট কামিন্সের বলে আউট হওয়ার আগে বাটলারের ব্যাট থেকে আসে ৯ চার ও ৫ ছয়ের মারে ৬১ বলে ১০৩ রান করেন বাটলার। যার সুবাদে আইপিএলে সবশেষ সাত ইনিংসে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৪৯৯ রান হয় এ মারকুটে ব্যাটারের।
আইপিএল ইতিহাসে টানা সাত ম্যাচে এর চেয়ে বেশি রান করার নজির নেই আর কোনো ব্যাটারের। এর আগে ২০১৯ সালের আইপিএলে টানা সাত ম্যাচে ৪৯৭ রান করেছিলেন বাটলার নিজেই। এছাড়া আইপিএল ইতিহাসে মাত্র ষষ্ঠ ব্যাটার হিসেবে এক আসরে জোড়া সেঞ্চুরি করলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।