কম দামে ভালো ফিচার পেতে কিনুন Samsung-এর এই ফোন

Samsung Galaxy A14 5G

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : হালফিলে Samsung-এর বাজেট ও মিড রেঞ্জের ফোনগুলি অধিকাংশ ভারতীয় ক্রেতারই প্রথম পছন্দ হয়ে উঠেছে, কারণ কোম্পানিটি তার ডিভাইসগুলির জন্য ‘দামে কম মানে ভালো’ নীতি গ্রহণ করেছে। সেক্ষেত্রে এই পয়লা বৈশাখের সময়ে আপনি যদি 15,000 টাকা বাজেটে একটি নতুন ফোন কিনতে চান, তাহলে ঝটপট অর্ডার করুন Samsung Galaxy A14 5G মডেলটি।

Samsung Galaxy A14 5G

কেননা বর্তমানে কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে 5000mAh ব্যাটারি, 50MP ক্যামেরার এই স্মার্টফোনটি অনেক কম দামে কেনার সুযোগ মিলছে।

অফারে মিলছে Samsung Galaxy A14 5G, কত দাম পড়বে?

অফিসিয়াল ওয়েবসাইটে স্যামসাং গ্যালাক্সি এ14 5জি স্মার্টফোনটির 6 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি এখন 20,999 টাকার বদলে 15,999 টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্টের পাশাপাশি 776 টাকার ইএমআই স্কিম, স্যামসাং শপ অ্যাপে 2,000 টাকার ওয়েলকাম বেনিফিট এবং মোবিউইক (MobiKwik)-এ 15% ক্যাশব্যাকের কাজে লাগানো যেতে পারে।

আবার এই স্যামসাং ফোনটি কেনার সময় পুরোনো হ্যান্ডসেটটি বদলে নিলেও মোটা টাকার এক্সচেঞ্জ বোনাস ছাড় হিসেবে পাওয়া যাবে। তবে এই সমস্ত ডিসকাউন্টের সঠিক পরিমাণ নির্ভর করবে কোম্পানির পলিসির ওপর।

বৈদ্যুতিক গাড়ির যুগ, তেলযুগের অবসান

Samsung Galaxy A14 5G-এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ14 5জি স্মার্টফোনটিতে 90 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.6 ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন 2408×1080 পিক্সেল) এলসিডি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোম্পানির নিজস্ব এক্সিনস 1330 প্রসেসর, যার সাথে 8 জিবি পর্যন্ত র‍্যাম এবং 128 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা বর্তমান। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে মেলে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত 5,000 এমএএইচ ব্যাটারি। আর ফটোগ্রাফির জন্য এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম অফার করে।