জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে একেটি দোকানের লকার থেকে স্বর্ণ চুরির দায়ে মো. আমির হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে একটি চায়ের দোকানের ক্যাশের ভেতরে লুকানো অবস্থায় চুরি হওয়া ১৯ ভরি ৫ আনা ৪ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। চুরি হওয়া ১৯ ভরি স্বর্ণালংকারের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১৫ লাখ টাকা।
মঙ্গলবার নগরীর চান্দগাঁও থানাধীন ওয়াসা রোডের মোহরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানাধীন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির।
গ্রেপ্তার মো. আমির হোসেন (৩৮) চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
জানা গেছে, কোতোয়ালী থানাধীন হাজারী লেইন হাজারী মার্কেটের উদয়ন জুয়েলার্স নামে একটি দোকানের ভেতর থাকা লকার থেকে ১৯ ভরি ৫ আনা ৪ রতি ওজনের স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় দোকানের মালিক শিবপদ ধর বাদি হয়ে একটি মামলা করেন। পরে সিসিটিভি ক্যামরার ফুটেজ পর্যালোচনা করে অভিযান চালিয়ে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। দোকান থেকে স্বর্ণালংকার চুরি করার কথা স্বীকার করে আমির। আমির হোসেনের দেখানো মতে শাহ আমানত হোটেল এন্ড ঝাল বিতানের ক্যাশবাক্সের ভিতর থেকে চোরাইকৃত ১৯ ভরি ৫ আনা ৪ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
ওসি মো. জাহেদুল কবির বলেন, আমির হোসেন একজন পেশাদার চোর। নগরের বিভিন্ন এলাকায় ১০০ থেকে ১৫০টি চুরির ঘটনা ঘটিয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন আমির। নগরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে কোথাও কোনো জুয়েলারি দোকান, মুদির দোকান খোলা দেখলে ক্রেতা সেজে দোকানে ঢুকে এবং দোকানদারকে ব্যস্ত রেখে কৌশলে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল চুরি করে। পাশাপাশি কোন বাসা বাড়ির দরজা খোলা দেখলে কৌশলে বাসা বাড়িতে ঢুকে বাসার ভেতর থেকে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকার চুরি করতো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।