জুমবাংলা ডেস্ক : বাজারে সবজি, চালের দাম কমলেও আগের অবস্থানেই রয়েছে ব্রয়লার মুরগীর বাজার। গরুর মাংসের দাম না কমলেও ব্রয়লার মুরগীর বদলে অনেকেই ঝুঁকছেন গরুর মাংসের দিকে। দোকানে বেড়েছে ভিড়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি দরে। গত কয়েক সপ্তাহ ধরেই এ দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগী।
এদিকে ক্রেতাদের একাংশ ব্রয়লার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তারা ঝুঁকছেন গরুর মাংসের দিকে। এ বিষয়ে ক্রেতাদের যুক্তিও আছে।
সাফিয়া বেগম নামে একজন ক্রেতা বলেন, ব্রয়লার ১৯০ টাকা কেজি। দুই কেজি নিলে ৪০০ টাকা। কিন্তু দুই কেজি তো আর পাওয়া যায় না। নাড়ি-ভূড়ি ফেলার অন্তত ৩০০-৪০০ গ্রাম কমে যায়। এর চাইতে গরুর মাংস ভালো। এক কেজি মাংস নিলে অল্প কইরা খাইলেও ২-৩ দিন চলে।
আমিনা বেগম নামে অপর একজন ক্রেতা বলেন, সপ্তাহে একদিন তো মাংস কেনা লাগে। সব কিছুর দাম বেশি। তারমধ্যে একটু বুঝে শুনেই চলতে হয়। গরুর মাংসটা নিজেরা যেমন পছন্দ করি, বাসায় মেহমান আসলেও দেওয়া যায়। এই গরুর মাংস নিতেছি।
বাজারে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। নগরীর বাজার ঘুরে গরুর মাংসের দোকানে ক্রেতাদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে।
বাজারে লেয়ার মুরগী ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই দামে বিক্রি হচ্ছে সোনালী মুরগী।
এদিকে নগরীর বাজার ঘুরে দেখা গেছে, লেয়ার মুরগীর ডিমের দাম কমেছে। বিক্রি হচ্ছে ১৪০ টাকা ডজন দরে।
দাম কমেছে কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ২০ টাকা হালি দরে মিলছে লেবু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।