জুমবাংলা ডেস্ক : সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম কেজিতে কমেছে দুই থেকে তিনশ টাকা। খুচরা বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫শ’ থেকে ১৬শ’ টাকায়; যা গত সপ্তাহে ছিল ১৮শ’ টাকা। দাম কমায় কিছুটা স্বস্তিতে ক্রেতারা।
বুধবার (২৩ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ী ও কারওয়ান বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
ক্রেতারা বলছেন, দাম আরও কমবে বলে মনে হচ্ছে। ইলিশ মাছ বেশি থাকলেও ব্যবসায়ীরা এখনও খুব বেশি দাম কমায়নি। দাম বেশি চাওয়ায় আগে ইলিশ কেনা হয়নি। এ মৌসুমে আজ প্রথম কিনলাম।
আবু বকর নামে এক ক্রেতা জানান, দরদাম না মেলায় ইলিশ না কিনেই ফেরত যাচ্ছি। দাম আরেকটু কমার অপেক্ষায় আছি।
বিক্রেতারা বলছেন, ইলিশ মাছের দাম আগে থেকে কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি মাছের দাম ছিল ১৮শ’ থেকে ১৯শ’ টাকা পর্যন্ত। ইলিশের দাম কমায় ক্রেতারা কিনছেনও বেশি।
মৎস্য কর্মকর্তারা বলছেন, সাগর উত্তাল থাকায় এ মৌসুমের শুরুতে জেলেদের জালে সেভাবে ইলিশ ধরা পড়েনি। সাগরে এখন তেমন ইলিশ না পাওয়া গেলেও কিছু দিনের মধ্যে ভরে উঠবে জেলেদের জাল।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চাঁদপুর নদী কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা গত বছর জানিয়েছিলেন, পানিতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য উপাদান থাকায় বাংলাদেশে ২০২২ সালে ইলিশের রেকর্ড উৎপাদন হয়েছিল। আগামীতে জাটকার সুরক্ষা দিতে পারলে ইলিশ উৎপাদন সকল রেকর্ড ছাড়াবে।
উল্লেখ্য, ইলিশ মাছের প্রজনন বৃদ্ধির জন্য প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরা বন্ধ রাখা হয়। এরপর থেকেই ইলিশ ধরার মৌসুম শুরু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।